আসন্ন রমজান ও নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দাম সামাল দিতে আজ রোববার থেকে নবম দফায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংস্থাটি জানায়, পবিত্র রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এক কোটি নিম্ন আয়ের পরিবারকে ভর্তুকি মূল্যে পণ্য দেবে টিসিবি। প্রতি পরিবারকে সর্বোচ্চ ২ বার ভর্তুকি মূল্যে পণ্য দেওয়া হবে।
টিসিবি জানায়, প্রতিদিন ১৫০টি ট্রাকে পণ্য বিক্রি করা হবে। শুক্রবার বাদে আগামী ২৪ মার্চ পর্যন্ত প্রতিদিন এ কার্যক্রম চলবে। এরপর ২ দিন বন্ধ থেকে টানা ২৫ এপ্রিল পর্যন্ত পণ্য বিক্রি করা হবে। ঢাকার বাইরে বিক্রয় কার্যক্রম ১৫ মার্চ থেকে শুরু হবে।
প্রতি ট্রাকে দৈনিক ৫০০ থেকে ১ হাজার কেজি চিনি, ডাল ও পেঁয়াজ বরাদ্দ থাকবে। এ ছাড়া সয়াবিন তেল ৫০০ থেকে ১ হাজার লিটার বরাদ্দ থাকবে। ভোক্তা প্রতি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা, সয়াবিন তেল ১১০ টাকা এবং পেঁয়াজ ৩০ টাকা কেজিতে বিক্রি করা হবে বলে।