ঈদে দাদার সঙ্গে দেখা করতে ভারতে এসেছিল ১২ বছরের নয়ন আলী। দাদার সঙ্গে দেখা করে সীমান্ত পার হয়ে দেশে ফেরার আগেই ধরা পড়ে বিএসএফের হাতে।
বেআইনি অনুপ্রবেশের দায়ে নয়ন আলীকে আটক করে বিএসএফ। তবে পরে বয়সের কথা চিন্তা করে মানবিকতাকেই বড় করে দেখেন বিএসএফ কর্মকর্তারা। তাই শুভেচ্ছা সহযোগে নয়নকে বিজিবির হাতে তুলে দেন ভারতীয় সীমান্তরক্ষীরা।
বিএসএফের ৭৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ডিং অফিসার বিশ্ববন্ধু বলেন, এই নাবালক ছেলেটি কোনো ভুল উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ থেকে ভারতে আসেনি। ছেলেটি তার দাদার সঙ্গে দেখা করতে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়েছে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করা অপরাধ। তবে ছেলেটির ভবিষ্যতের দিকে তাকিয়ে ও সীমান্তবর্তী এলাকার মানুষের সদ্ভাবের প্রতি সম্মান জানিয়ে ছেলেটিকে বিজিবির হাতে তুলে দেওয়া হয়েছে।
বিএসএফ সূত্রে জানা যায়, গত ২২ জুলাই বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ৭৮ ব্যাটালিয়নের মুর্শিদাবাদ জেলার পিরোজপুর থেকে নয়নকে গোয়েন্দা শাখার তথ্যের ভিত্তিতে আটক করা হয়েছিল।
নয়নের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার উত্তর নারায়ণপুরের জোহরপুর গ্রামে। তার বাবার নাম সাদিরুল আলী।
বিএসএফ সূত্রে জানা যায়, ২২ জুলাই নয়ন ভারতের মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার বাজিতপুর গ্রামে তার দাদা ইরামুল হকের সঙ্গে দেখা করতে এসেছিল। সেদিনই ফেরার পথে ধরা পড়ে।