হোম > জাতীয়

সাবেক দুদক কমিশনার জহুরুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আজকের পত্রিকা ডেস্ক­

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সদ্য সাবেক কমিশনার (তদন্ত) জহরুল হক। ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সদ্য সাবেক কমিশনার (তদন্ত) জহরুল হকের পাসপোর্ট বাতিল ও তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ বুধবার (২৫ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব কামরুজ্জামানের সই করা এক চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

সম্প্রতি দুদকের সদ্য সাবেক এই কমিশনারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে সংবাদ প্রকাশ করে দেশের প্রথম সারির বেশ কয়েকটি গণমাধ্যম। এসব সংবাদের জের ধরেই তদন্ত শুরু করে দুদকসহ বিভিন্ন গোয়েন্দ সংস্থা।

এর আগে, গত ২৯ অক্টোবর দুদক কমিশনার জহুরুল হক ‘ব্যক্তিগত’ কারণ দেখিয়ে পদত্যাগ করেন। একই সময়ে নিজেদের পদ থেকে পদত্যাগ করেন সংস্থাটির চেয়ারম্যান মুহাম্মদ মইনুউদ্দীন আব্দুল্লাহ ও অপর কমিশনার আছিয়া খাতুন।

জহুরুল হক অবসরপ্রাপ্ত বিচারক। সর্বশেষ তিনি দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

সরকারি কর্মচারীদের বেতন বাড়বে ১০৫ থেকে ১৪২%

প্রতীক নিয়ে মাঠে প্রার্থীরা, জমবে এবার কথার লড়াই

গুম থাকার সময়ের লোমহর্ষক বর্ণনা দিলেন ব্যারিস্টার আরমান

মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও কোটায় বিসিএস, ২১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

জয় বাংলা ব্রিগেড: হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আরও শুনানি ৯ ফেব্রুয়ারি

সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াই গুণ, সর্বনিম্ন ২০ হাজার টাকা

নির্বাচন সামনে রেখে আজ থেকে পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি ফাইনাল: প্রধান উপদেষ্টা

মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী আবুল কালাম আজাদকে আপিলের নথি সরবরাহের নির্দেশ ট্রাইব্যুনালের

ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে কোটি টাকা, জীবিকা নির্বাহে আরও ১ কোটি দেবে সরকার