হোম > জাতীয়

হজযাত্রীদের ভিসা যথাসময়ে সম্পন্ন না করায় ৬ এজেন্সিকে তলব

নির্ধারিত সময়ে হজযাত্রীদের ভিসা সম্পন্ন না করায় ছয় হজ এজেন্সির কাছে ব্যাখ্যা চেয়েছে ধর্ম মন্ত্রণালয়। এসব এজেন্সির কাছে ব্যাখ্যা চেয়ে আজ মঙ্গলবার চিঠি পাঠানো হয়েছে। একই সঙ্গে দ্রুত তাঁদের ভিসা সম্পন্ন করার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। 

চিঠিতে বলা হয়, ৯ মে থেকে হজযাত্রীদের সৌদি আরব গমন শুরু হয়েছে এবং এরই মধ্যে ১৭ হাজার ৩১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ২৫৯টি এজেন্সি/লিড এজেন্সির অধিকাংশই হজযাত্রীর ভিসা সম্পন্ন করেছে। তবে একাধিকবার তাগিদ দেওয়া সত্ত্বেও ৬টি এজেন্সি (ওয়ার্ল্ড লিংক ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আনসারী ওভারসিজ, আল রিসান ট্রাভেল এজেন্সি, মিকাত ট্যুর অ্যান্ড ট্রাভেলস, নর্থ বেঙ্গল হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এবং হোলি দারুন নাজাত হজ ওভারসিজ) এখন পর্যন্ত হজযাত্রীদের ভিসা সম্পন্ন করেনি। ভিসা সম্পন্ন না করায় হজযাত্রীদের হজে গমনে অনিশ্চয়তার শঙ্কা রয়েছে। এজেন্সির এ ধরনের কর্মকাণ্ড সুষ্ঠু হজ ব্যবস্থাপনার অন্তরায়। 

এ অবস্থায় নির্ধারিত সময়ের মধ্যে হজযাত্রীদের ভিসা সম্পন্ন না করার বিষয়ে ১৫ মের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ে যথাযথ ব্যাখ্যা দেওয়ার অনুরোধ করা হয় চিঠিতে। একই সঙ্গে সব হজযাত্রীর ভিসা দ্রুত সম্পন্ন করারও নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। 

উল্লেখ্য, এই ছয় এজেন্সির অধীনে এক হাজার ৮৭৫ জন হজযাত্রী এবার হজে যেতে আবেদন করেছেন।

তেজগাঁও বিমানবন্দরে এয়ার শো দেখতে জনস্রোত

বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি