হোম > জাতীয়

হজযাত্রীদের ভিসা যথাসময়ে সম্পন্ন না করায় ৬ এজেন্সিকে তলব

নির্ধারিত সময়ে হজযাত্রীদের ভিসা সম্পন্ন না করায় ছয় হজ এজেন্সির কাছে ব্যাখ্যা চেয়েছে ধর্ম মন্ত্রণালয়। এসব এজেন্সির কাছে ব্যাখ্যা চেয়ে আজ মঙ্গলবার চিঠি পাঠানো হয়েছে। একই সঙ্গে দ্রুত তাঁদের ভিসা সম্পন্ন করার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। 

চিঠিতে বলা হয়, ৯ মে থেকে হজযাত্রীদের সৌদি আরব গমন শুরু হয়েছে এবং এরই মধ্যে ১৭ হাজার ৩১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ২৫৯টি এজেন্সি/লিড এজেন্সির অধিকাংশই হজযাত্রীর ভিসা সম্পন্ন করেছে। তবে একাধিকবার তাগিদ দেওয়া সত্ত্বেও ৬টি এজেন্সি (ওয়ার্ল্ড লিংক ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আনসারী ওভারসিজ, আল রিসান ট্রাভেল এজেন্সি, মিকাত ট্যুর অ্যান্ড ট্রাভেলস, নর্থ বেঙ্গল হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এবং হোলি দারুন নাজাত হজ ওভারসিজ) এখন পর্যন্ত হজযাত্রীদের ভিসা সম্পন্ন করেনি। ভিসা সম্পন্ন না করায় হজযাত্রীদের হজে গমনে অনিশ্চয়তার শঙ্কা রয়েছে। এজেন্সির এ ধরনের কর্মকাণ্ড সুষ্ঠু হজ ব্যবস্থাপনার অন্তরায়। 

এ অবস্থায় নির্ধারিত সময়ের মধ্যে হজযাত্রীদের ভিসা সম্পন্ন না করার বিষয়ে ১৫ মের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ে যথাযথ ব্যাখ্যা দেওয়ার অনুরোধ করা হয় চিঠিতে। একই সঙ্গে সব হজযাত্রীর ভিসা দ্রুত সম্পন্ন করারও নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। 

উল্লেখ্য, এই ছয় এজেন্সির অধীনে এক হাজার ৮৭৫ জন হজযাত্রী এবার হজে যেতে আবেদন করেছেন।

পরিবেশ ভালো আছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারব: সিইসি

মনোনয়নপত্র যাচাই-বাছাই: বাতিল ৭২৩ জনের

গুম কমিশনের প্রতিবেদন: গুমের পেছনে ছিল রাজনৈতিক উদ্দেশ্য

গণভোটের প্রচারে দেশজুড়ে সরকারি উদ্যোগ—প্রতিটি বিভাগে হবে বড় কর্মশালা

গুম থেকে জীবিত ফিরেছে জামায়াতের বেশি, না ফেরা বেশির ভাগই বিএনপির

নির্বাচনে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এলপিজির মজুত পর্যাপ্ত, কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: মন্ত্রণালয়

সবচেয়ে বেশি লাশ গুম হয় বলেশ্বর নদে: চূড়ান্ত প্রতিবেদন

ন্যাশনাল ব্যাংকের ৯০৩ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা

এনইআইআর বন্ধ হবে না: ফয়েজ আহমদ তৈয়্যব