হোম > জাতীয়

সংসদে প্রবেশ করেছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শপথ নেওয়ার পর প্রথমবারের মতো জাতীয় সংসদ ভবনে এসেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বেলা আড়াইটার পর সংসদ ভবনে প্রবেশ করেন তিনি। জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই আলম চৌধুরী সংসদ ভবনে রাষ্ট্রপতিকে স্বাগত জানান। পরে তিনি সপ্তম তলায় অবস্থিত রাষ্ট্রপতির চেম্বারে অবস্থান করেন।  

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এর আগেও সংসদ ভবনে প্রবেশ করলেও এবারই প্রথম তিনি রাষ্ট্রপতি হিসেবে সংসদ ভবনে এলেন। এর আগে তিনি সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট নাগরিক হিসেবে বিভিন্ন অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিয়েছেন। সর্বশেষ গত এপ্রিলে জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত বিশেষ অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন। অবশ্য শপথ না নিলেও সে সময় তিনি রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া বাজেটে সম্মতি দেবেন। অর্থবিল হিসাবে বাজেট সংসদে উপস্থাপনের আগে রাষ্ট্রপতি সুপারিশ গ্রহণের  সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। 

সংবিধানের ৮২ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো অর্থ বিল অথবা সরকারি অর্থ ব্যয়ের প্রশ্ন জড়িত রহিয়াছে এমন কোনো বিল রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত সংসদে উত্থাপন করা যাইবে না। 

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বাজেটে (অর্থবিল) সুপারিশ ছাড়াও রাষ্ট্রপতির গ্যালারিতে বসে বাজেট উপস্থাপন দেখবেন।

এবার দিল্লি ও আগরতলায় ভিসা কার্যক্রম ‘সাময়িক বন্ধ’ করল বাংলাদেশ

হাদির ডিএনএ নমুনা সংরক্ষণে আদালতের নির্দেশ

ভোটারদের উৎসাহিত করতে জাতিসংঘের উদ্যোগে নতুন ওয়েবসাইট চালু

তারেক রহমানের প্রত্যাবর্তনে নেতা-কর্মীদের ঢাকায় আনতে চলবে ১০টি বিশেষ ট্রেন

বেনজীরের ফ্ল্যাট থেকে জব্দ ২৪৬ ধরনের মালামাল প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে

বিএনপি মনোনীত প্রার্থী জালাল, সাবেক সংসদ সদস্য জাহিদ ফারুকসহ ১১ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ভয় ও বাধামুক্ত নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর: প্রধান উপদেষ্টা

গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন প্রধান উপদেষ্টা

গুয়াংজু বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টার্মিনাল পরিবর্তন

মানবতাবিরোধী অপরাধ: আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠনে প্রসিকিউশনের আবেদন