হোম > জাতীয়

পিটার হাসকে হুমকি দেওয়া ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেব: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হুমকি দেওয়া ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে গণভবনে গেটে এ কথা বলেন ওবায়দুল কাদের। 

পিটার হাসকে নিয়ে মুজিবুল হক চৌধুরীর দেওয়া বক্তব্যকে ‘শিষ্টাচার বহির্ভূত’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূতকে নিয়ে শিষ্টাচার বহির্ভূত, অশোভন যে বক্তব্য দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে। তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। চট্টগ্রামের বাঁশখালির চম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা আমরা নেব। এ ধরনের শিষ্টাচার বহিভূত আচরণ করা মোটেও উচিত নয়।’ 

ওবায়দুল কাদের বলেন, ‘সম্মানিত ব্যক্তি—তিনি কূটনীতিক হোক, আর যেই হোক, তার বিরুদ্ধে শিষ্টাচার বহির্ভূত বক্তব্য হতে পারে না। দলীয় প্রধানের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।’ 

তফসিল ঘোষণার পরে আওয়ামী লীগের প্রধান কার্য়ালয় থেকে মনোনয়ন ফরম বিক্রি হবে। দাম ৫০ হাজার টাকা। এটা অনলাইনেও সংগ্রহ ও জমা দেওয়া যাবে বলে জানিয়েছেন কাদের। 

কাদের বলেন, ‘অগ্নিসন্ত্রাসের নাশকতার জবাবে নেতা-কর্মীরা সতর্ক পাহারায় রয়েছে তাদের আরও সতর্ক হওয়ার জন্য বলছে শেখ হাসিনা। আটটি বিভাগীয় কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতাদের জেলা সদরে যেতে বলেছেন। নির্বাচন ভন্ডুল করার যে চক্রান্ত চলছে তা প্রতিহত করতে হবে।’ 

এ ছাড়া নির্বাচন সংক্রান্ত বিভিন্ন কাজের জন্য ১৪টি উপকমিটি করা হয়ে।

বিচারকেরা অন্যায় করলে কি নিউজ করা যাবে না: কাঠগড়ায় সাংবাদিক দুররানীর প্রশ্ন

চাঁদাবাজির মামলায় আত্মসমর্পণের পর কারাগারে নওরোজ সম্পাদক দুররানী

সালমান এফ রহমানের বিরুদ্ধে এবার ১ কোটি টাকা প্রতারণার মামলা

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

শুধু বিধিবিধান দিয়ে অবৈধ আয় বন্ধ হবে না: পরিকল্পনা উপদেষ্টা

নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহেই: ইসি

প্রবাসী ভোটার নিবন্ধন ২ লাখ ২৩ হাজার ছাড়াল

কওমির দাওরায়ে হাদিস সনদধারীরাও কাজি হতে পারবেন

জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ১১৪ অজ্ঞাতনামার লাশ উত্তোলন শুরু

রায়েরবাজার কবরস্থান থেকে ১১৪ জুলাই শহীদের মরদেহ উত্তোলন শুরু আজ