হোম > জাতীয়

ভারতে প্রশিক্ষণে যাওয়া হচ্ছে না বিচার বিভাগের ৫০ কর্মকর্তার

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

ভারতে প্রশিক্ষণের অনুমতি দিয়ে বিচার বিভাগের ৫০ জন কর্মকর্তার নামে প্রজ্ঞাপন জারি হলেও তা বাতিল করেছে সরকার। আগের জারি করা প্রজ্ঞাপনটি বাতিল করে আজ রোববার অফিস আদেশ জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং একটি স্টেট জুডিশিয়াল একাডেমিতে আগামী ১০-২০ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় প্রশিক্ষণে বিচার বিভাগের ৫০ জন কর্মকর্তাকে অংশগ্রহণের অনুমতি দিয়ে গত ৩০ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করেছিল আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।

আজ রোববার ওই প্রজ্ঞাপন বাতিল করে জারি করা অফিস আদেশে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশনা মোতাবেক ওই প্রজ্ঞাপনটি বাতিল করা হলো। তবে কেন ওই প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে, সে বিষয়ে আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা স্পষ্ট করে কিছু বলেননি।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, সরকার পতনের পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে প্রভাব পড়েছে। বিচার বিভাগের ৫০ কর্মকর্তার ভারতে প্রশিক্ষণে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে এ নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। এরপর সরকার সেসব কর্মকর্তাকে ভারতে প্রশিক্ষণে না পাঠানোর সিদ্ধান্ত নেয়।

পররাষ্ট্রসচিব, নির্বাচন কমিশন সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, জেলা ও দায়রা জজ/মহানগর দায়রা জজ, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন), চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আইন উপদেষ্টার একান্ত সচিব, আইনসচিবের একান্ত সচিব, ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস/জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার, আইন মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারকে অফিস আদেশের অনুলিপি দেওয়া হয়েছে।

মানবতাবিরোধী অপরাধ: সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ জন ট্রাইব্যুনালে

বাংলাদেশের ‘অভ্যুদয় ঠেকাতে’ জাতিসংঘে ভোট পাস

ভোটের আগে নেশার বাণিজ্য

অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তির পথ খুলল নতুন নীতিমালায়

বাণিজ্য উপদেষ্টার সঙ্গে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের জন্য প্রস্তুত, প্রধান উপদেষ্টাকে জানাল ইসি

বিচারকেরা অন্যায় করলে কি নিউজ করা যাবে না—কাঠগড়ায় সাংবাদিক দুররানীর প্রশ্ন

চাঁদাবাজির মামলায় আত্মসমর্পণের পর কারাগারে নওরোজ সম্পাদক দুররানী

সালমান এফ রহমানের বিরুদ্ধে এবার ১ কোটি টাকা প্রতারণার মামলা

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক