হোম > জাতীয়

শিশু আয়ানের মৃত্যু: ইউনাইটেড হাসপাতালের লাইসেন্স বাতিলে রিট আবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

খতনা করাতে গিয়ে ৫ বছরের শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। তাতে জড়িত চিকিৎসকদেরও লাইসেন্স বাতিল চাওয়া হয়। পাশাপাশি মৃত আয়ানের পরিবারের জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

আজ মঙ্গলবার আইনজীবী শাহজাহান আকন্দ মাসুম রিট আবেদনটি দায়ের করনে। এটি শুনানির জন্য বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লার বেঞ্চে উপস্থাপন করা হবে বলে তিনি জানান।

শাহজাহান আকন্দ মাসুম বলেন, সুন্নতে খতনার জন্য ‘অতিরিক্ত অ্যানেসথেসিয়া’ দেওয়ায় তার মৃত্যু হয়। এ ঘটনা সবার সন্তানের ক্ষেত্রে হতে পারে। 

‘বিষয়টি হৃদয়বিদায়ক। তাই আমি জনস্বার্থে রিট করেছি। আমরা সাত দিনের মধ্যে তদন্ত করে আদালতে প্রতিবেদন দিতে বলেছি।’

তিনি আরও বলেন, ‘ইউনাইটেড হাসপাতালে গত ১৫ বছরে চিত্রনায়ক আসলাম তালুকদার মান্না, একজন বিদেশি পাইলট, বিশ্বব্যাংকের একজন কর্মকর্তার মাসহ অনেকে অবহেলায় মারা গেছেন। তারা প্রতিনিয়ত অবহেলা করে যাচ্ছে। তাই এই হাসপাতালের লাইসেন্স বাতিল চেয়েছি।’ 

খতনা করাতে গিয়ে লাইফ সাপোর্টে থাকা শিশু আয়ান ৮ জানুয়ারি রাজধানীর সাঁতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। শিশু আয়ান টানা সাত দিন লাইফ সাপোর্টে ছিল বলে জানা যায়।

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলাকারীরা শনাক্ত, জানালেন ধর্ম উপদেষ্টা

শেখ হাসিনা, সাবেক মন্ত্রী-সচিবসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দেশি নির্বাচন পর্যবেক্ষকদের জন্য আবেদনের সময় বাড়ল

টিএফআই সেলে গুম: হাসিনাসহ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পেছাল

পোস্টাল ভোট দিতে নিবন্ধন করলেন ৫ লাখ ৫৭ হাজার প্রবাসী ও সরকারি চাকরিজীবী

লাগেজ সুরক্ষায় শাহজালালে বডি ওর্ন ক্যামেরার ব্যবহার বাড়াল বিমান

ট্রেনের বর্ধিত ভাড়া প্রত্যাহারের দাবি জাতীয় কমিটির

ভোটের আগে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে ইসির বৈঠক

চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

দক্ষিণ সুদানে নিহত ৬ শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন