হোম > জাতীয়

কারফিউ চলবে, রবি-মঙ্গলবার ১১ ঘণ্টা শিথিল

নিজস্ব প্রতিবেদক ঢাকা

দেশব্যাপী কারফিউ চলমান থাকবে। তবে পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতি হওয়ায় আজ রোববার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত ঢাকা, গাজীপুর ও নরসিংদী জেলায় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিথিল থাকবে। 

গতকাল শনিবার রাত সাড়ে ৮টা থেকে ১১টা পর্যন্ত ধানমন্ডির বাসায় আইনশৃঙ্খলাসংক্রান্ত কমিটির সঙ্গে বৈঠকের পর এই তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা ও আশপাশের চারটি জেলায় ১১ ঘণ্টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। অন্যান্য জেলায় জেলা প্রশাসন কারফিউ ঘোষণা করবেন। 

চট্টগ্রামে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। 
 
গতকাল দুপুর নারায়ণগঞ্জে হামলায় বিভিন্ন স্থাপনা পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, সেখানে একজন নারী সাংবাদিককে পিটিয়া আহত করা হয়েছে। এক পুলিশ সদস্যের লাশ এবং আরও কয়েকজনকে পিটিয়ে গুতর জখম করার ছবি সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন তিনি। 

কোটা সংস্কার আন্দোলনকারীদের কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলন প্রত্যাহার না করলে আন্দোলনের সঙ্গে জড়িতদের দায় নিতে হবে।

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার মৃত্যু সংবাদ

খালেদা জিয়ার জানাজা কাল, দাফন জিয়াউর রহমানের কবরের পাশে

খালেদা জিয়ার জেলজীবন

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, কাল সাধারণ ছুটি

নির্বাচনে কখনো হারেননি খালেদা জিয়া, লড়েছেন মোট ২৩ আসনে

খালেদা জিয়ার আপসহীন ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে: রাষ্ট্রপতি

জিয়াউর রহমানের সমাধির পাশেই হতে পারে খালেদা জিয়ার দাফন

খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন কমিশনের শোক

রাষ্ট্রীয় কর্মসূচি ঠিক করতে উপদেষ্টাদের বৈঠক, দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার দাফন পর্যন্ত গণভোটের প্রচার বন্ধ রাখার নির্দেশনা