হোম > জাতীয়

ভাসমান বিদ্যুৎকেন্দ্র: শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি মামলা পুনরুজ্জীবিত করতে চায় দুদক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শেখ হাসিনা

ভাসমান বিদ্যুৎকেন্দ্র স্থাপনে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন। ২০০৭ সালে করা ওই মামলা আওয়ামী লীগ ক্ষমতায় এলে ২০১০ সালে বাতিল হয়। এখন আবার ১৫ বছর পর তা সচলের উদ্যোগ নিল দুদক।

আজ রোববার আবেদনটি বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চের কার্যতালিকায় ছিল। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান। তিনি জানান, আদালত পূর্ণাঙ্গ বেঞ্চে আগামী ১৫ জুলাই এই আবেদনের ওপর শুনানির জন্য দিন ধার্য করেছেন।

১৯৯৬-৯৭ সালে শিকলবাহা, হরিপুর ও খুলনায় বার্জমান্টেড নির্মাণে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুদক রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি শেখ হাসিনা, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি সচিব তৌফিক ইলাহী চৌধুরী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নুরুদ্দীন মাহমুদ কামাল, সামিটের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আজিজ খান, পরিচালক মুহাম্মদ ফরিদ খান, ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা ও পরিচালক আবুল কালাম আজাদকে আসামি করা হয়।

২০০৮ সালের ১০ জানুয়ারি ওই মামলায় অভিযোগপত্র দেয় দুদক। অভিযোগ গঠনের পর ঢাকার বিশেষ জজ আদালতে সাক্ষ্য গ্রহণকালে ২০০৮ সালের ২ জুন শেখ হাসিনা মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন। শুনানি শেষে বিচারপতি শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর হাইকোর্ট বেঞ্চ ২০১০ সালের ১৩ এপ্রিল মামলাটি বাতিল করেন।

এদিকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে চলতি বছরের ৫ মার্চ লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে দুদক। আবেদনে ৫ হাজার ৪৫২ দিন বিলম্বও মার্জনা চাওয়া হয়েছে। এরপর আবেদনটি চেম্বার আদালতে শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান।

ফায়ার সার্ভিসে ৬২ হাজার স্বেচ্ছাসেবক তৈরি করবে সরকার, বাড়বে সুযোগ-সুবিধা

শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

মধ্যরাতে প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, রোববার থেকে বার্ষিক পরীক্ষা

ব্যালটের নিরাপত্তাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এসপিরা

বিএনপির আপত্তি তোলা দুই অধ্যাদেশে উপদেষ্টা পরিষদের অনুমোদন

জিয়া পরিবারের আর কেউ ভিভিআইপি সুবিধা পাবে না: রিজওয়ানা হাসান

পোস্টাল ভোট গণনায় সংশোধনী ও পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন

সেনাপ্রধানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আগামী নির্বাচনে দায়িত্ব পালন হবে ঐতিহাসিক—নতুন এসপিদের প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, জানাল কাতার সরকার