হোম > জাতীয়

ভাসমান বিদ্যুৎকেন্দ্র: শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি মামলা পুনরুজ্জীবিত করতে চায় দুদক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শেখ হাসিনা

ভাসমান বিদ্যুৎকেন্দ্র স্থাপনে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন। ২০০৭ সালে করা ওই মামলা আওয়ামী লীগ ক্ষমতায় এলে ২০১০ সালে বাতিল হয়। এখন আবার ১৫ বছর পর তা সচলের উদ্যোগ নিল দুদক।

আজ রোববার আবেদনটি বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চের কার্যতালিকায় ছিল। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান। তিনি জানান, আদালত পূর্ণাঙ্গ বেঞ্চে আগামী ১৫ জুলাই এই আবেদনের ওপর শুনানির জন্য দিন ধার্য করেছেন।

১৯৯৬-৯৭ সালে শিকলবাহা, হরিপুর ও খুলনায় বার্জমান্টেড নির্মাণে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুদক রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি শেখ হাসিনা, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি সচিব তৌফিক ইলাহী চৌধুরী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নুরুদ্দীন মাহমুদ কামাল, সামিটের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আজিজ খান, পরিচালক মুহাম্মদ ফরিদ খান, ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা ও পরিচালক আবুল কালাম আজাদকে আসামি করা হয়।

২০০৮ সালের ১০ জানুয়ারি ওই মামলায় অভিযোগপত্র দেয় দুদক। অভিযোগ গঠনের পর ঢাকার বিশেষ জজ আদালতে সাক্ষ্য গ্রহণকালে ২০০৮ সালের ২ জুন শেখ হাসিনা মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন। শুনানি শেষে বিচারপতি শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর হাইকোর্ট বেঞ্চ ২০১০ সালের ১৩ এপ্রিল মামলাটি বাতিল করেন।

এদিকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে চলতি বছরের ৫ মার্চ লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে দুদক। আবেদনে ৫ হাজার ৪৫২ দিন বিলম্বও মার্জনা চাওয়া হয়েছে। এরপর আবেদনটি চেম্বার আদালতে শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান।

হাদি হত্যায় অভিযুক্তের ১৭টি সক্রিয় সিম পাওয়া গেছে: মন্ত্রণালয়

খালেদা জিয়ার মৃত্যুতে জয়শঙ্করের সফরে ‘রাজনীতি’ না খোঁজাই ভালো, আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আরশাদুর রউফ

স্ত্রীসহ সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব সরকারের ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু: তদন্ত প্রতিবেদনে যা আছে

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

পদত্যাগের দুদিন পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান

জনসমক্ষে ধূমপানে জরিমানা ২০০০ টাকা, অধ্যাদেশ কার্যকর

জনতা ব্যাংকের ৩০০০ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানসহ ৯৪ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন

খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা