হোম > জাতীয়

অধিকারের আদিলুর ও এলানের নিঃশর্ত মুক্তি দাবি অ্যামনেস্টির

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে মানবাধিকার সংস্থা ‘অধিকার’-এর সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এএস এম নাসির উদ্দিন এলানকে দুই বছরের কারাদণ্ড দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এই দুই মানবাধিকারকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি।

অ্যামনেস্টির এক্স হ্যান্ডলে এক বিবৃতিতে বলা হয়েছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং অন্যান্য মানবাধিকার সংস্থা অধিকারের দুই নেতার নিঃশর্ত মুক্তি দাবি করেছে। কারণ শুধু মানবাধিকার নিয়ে কাজ করার কারণে তাঁদের কারান্তরীণ করা হয়েছে। কর্তৃপক্ষের উচিত তাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করা এবং কোনো ধরনের ভয়ভীতি ছাড়া তাঁদের মানবাধিকার সম্পর্কিত তথ্য সংগ্রহ ও প্রকাশ অব্যাহত রাখা নিশ্চিত করা। 

বিবৃতিতে ফ্রিখান এবং ফ্রিএলান হ্যাশট্যাগ ব্যবহার করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

২০১৩ সালে মতিঝিলে হেফাজত ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে তথ্য বিকৃতির দায়ে মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র ও সংগঠনটির পরিচালক এএসএম নাসির উদ্দিন এলানের দুই বছরের কারাদণ্ড হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুজনই আদালতে হাজির ছিলেন। পরে সাজার পরোয়ানাসহ তাঁদের কারাগারে পাঠানো হয়।

সড়ক দুর্ঘটনা: ক্ষতিপূরণ আবেদনের সময় বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব

এনইআইআর চালু: একজনের নামে ২০০ ফোনসেট নিবন্ধন!

সংসদ নির্বাচন: আযাদ, মান্নাসহ ৮৭ জনের মনোনয়নপত্র বাতিল

একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন: ফয়েজ আহমদ তৈয়্যব

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানে গণভোটের প্রচারে সরকার

আরও একটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার

বায়তুল মোকাররমে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া

নির্বাচন ও গণভোট: কেন্দ্র বাড়ছে না, ভোটকক্ষ ও গোপন কক্ষ বাড়ছে

জাপার ৩, জামায়াতের ১ জনের প্রার্থিতা বাতিল