হোম > জাতীয়

অধিকারের আদিলুর ও এলানের নিঃশর্ত মুক্তি দাবি অ্যামনেস্টির

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে মানবাধিকার সংস্থা ‘অধিকার’-এর সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এএস এম নাসির উদ্দিন এলানকে দুই বছরের কারাদণ্ড দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এই দুই মানবাধিকারকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি।

অ্যামনেস্টির এক্স হ্যান্ডলে এক বিবৃতিতে বলা হয়েছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং অন্যান্য মানবাধিকার সংস্থা অধিকারের দুই নেতার নিঃশর্ত মুক্তি দাবি করেছে। কারণ শুধু মানবাধিকার নিয়ে কাজ করার কারণে তাঁদের কারান্তরীণ করা হয়েছে। কর্তৃপক্ষের উচিত তাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করা এবং কোনো ধরনের ভয়ভীতি ছাড়া তাঁদের মানবাধিকার সম্পর্কিত তথ্য সংগ্রহ ও প্রকাশ অব্যাহত রাখা নিশ্চিত করা। 

বিবৃতিতে ফ্রিখান এবং ফ্রিএলান হ্যাশট্যাগ ব্যবহার করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

২০১৩ সালে মতিঝিলে হেফাজত ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে তথ্য বিকৃতির দায়ে মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র ও সংগঠনটির পরিচালক এএসএম নাসির উদ্দিন এলানের দুই বছরের কারাদণ্ড হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুজনই আদালতে হাজির ছিলেন। পরে সাজার পরোয়ানাসহ তাঁদের কারাগারে পাঠানো হয়।

শান্তিরক্ষা মিশনে দক্ষিণ সুদানে যাত্রা করলেন নৌবাহিনীর ৭১ সদস্য

জানুয়ারির মাঝামাঝি সাংবাদিকদের মহাসম্মেলনের ঘোষণা নোয়াব সভাপতির

বাংলাদেশ-ভারত উত্তেজনা আর বাড়তে না দেওয়ার আহ্বান রাশিয়ার রাষ্ট্রদূতের

হজ প্যাকেজের অবশিষ্ট টাকা জমা দিতে হবে ৩১ ডিসেম্বরের মধ্যে

বিএনপি মনোনীত প্রার্থীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

হাদি হত্যাকাণ্ড: বেশ অগ্রগতি হয়েছে, মূল হোতাকে খুঁজে বের করার চেষ্টা চলছে

হাদি হত্যার পুলিশ প্রতিবেদন আসার ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করা হবে: আইন উপদেষ্টা

ভোটের দিন যত এগিয়ে আসবে, ভয় তত কেটে যাবে: সিইসি

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলায় গ্রেপ্তার ১৭: ডিএমপি

তারা মধ্যযুগীয় কায়দায় পুড়িয়ে মারতে চেয়েছে: নূরুল কবীর