হোম > জাতীয়

বিটিভি, বেতার ও বাসসকে একীভূত করার সুপারিশ কমিশনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়। ছবি: সংগৃহীত

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, গণমাধ্যমের পরিস্থিতি এক ধরনের সংকটের মধ্যে রয়েছে। সংবাদপত্র ও সাংবাদিকদের স্বাধীনতা সংকটের মধ্যে পড়ে গেছে। এই পরিস্থিতি একদিনে সৃষ্টি হয়নি, দীর্ঘদিনের চর্চার ফলে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাঁরা (সংস্কার কমিশনের সদস্যরা) গণমাধ্যম, সাংবাদিক ও সাংবাদিকতার সমস্যা চিহ্নিত করে, সেই অনুযায়ী সুপারিশ করার চেষ্টা করেছেন।

আজ শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলেন, বিটিভি ও বেতারকে একীভূত করে জাতীয় সম্প্রচার কর্তৃপক্ষ গড়ে তোলার কথা বলা হয়েছে। বাংলাদেশ সংবাদ সংস্থা এই কর্তৃপক্ষের বার্তা বিভাগ হিসেবে কাজ করবে।

গণমাধ্যমের মালিকানা বড় সমস্যা বলে তিনি উল্লেখ এ কমিশনের প্রধান বলেন, গণমাধ্যমে কালোটাকার মালিকেরা ঢুকছে। জনস্বার্থ না দেখে রাজনৈতিক বিবেচনায় টেলিভিশনের লাইসেন্স দেওয়া হয়েছে। তারা সুপারিশে ক্রস মালিকানার বিপক্ষে মত দিয়েছেন। কেউ একাধিক মাধ্যমের মালিকানা থাকতে পারবেন না। বড় ও মধ্যম শ্রেণির গণমাধ্যমকে পাবলিক লিমিটেড কোম্পানি করার সুপারিশ করা হয়েছে।

কামাল আহমেদ জানান, তারা সাংবাদিকদের ন্যূনতম বেতন স্কেল বিদ্যমান সরকারি প্রথম শ্রেণির (নবম গ্রেড) করার সুপারিশ করেছে। এক বছর শিক্ষানবিশ কাল করার কথা বলেছেন।

কামাল আহমেদ বলেন, ডিএফবিতে দেওয়া ঘোষণা অনুযায়ী ঢাকা শহরে এক কোটি ৫১ লাখ কপি দৈনিক পত্রিকা বিক্রি হওয়ার কথা। কিন্তু বাস্তবে এই সংখ্যা ১০ লাখের বেশি নয়। এখানে এক কোটি ১৪ লাখ জালিয়াতি। এটা হচ্ছে সরকারি বিজ্ঞাপনের জন্য।

সাংবাদিকতায় প্রবেশের ন্যূনতম যোগ্যতা স্নাতক করার সুপারিশ করা হয়েছে। সেই সঙ্গে অনেকগুলো সুপারিশ সরকারের নির্বাহী আদেশে বাস্তবায়নযোগ্য বলে জানান কমিশন প্রধান।

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন