পরিবেশের ভারসাম্য রক্ষায় ১৮ কোটি মানুষের সবাইকে একটি করে গাছ লাগানোর অনুরোধ জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে এ অনুরোধ জানান তিনি।
বৃক্ষরোপণ কর্মসূচিতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা অংশ নেন। এ সময় প্রত্যেক বিচারপতি একটি করে বৃক্ষরোপণ করেন। বৃক্ষরোপণ কর্মসূচিতে শতাধিক ফলজ গাছ রোপণ করা হয়। পরে বিচারপতিরা মোনাজাতে অংশ নেন।
এর আগে সকাল ৭টা ১০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকীতে প্রধান বিচারপতি ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বজলুর রহমান ও মুখপাত্র সাইফুর রহমান উপস্থিত ছিলেন।