হোম > জাতীয়

প্রার্থীরা ইমোশনাল হয়ে সহিংসতায় জড়িয়েছেন: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১৬০ ইউনিয়ন পরিষদের নির্বাচনে সহিংসতায় দুই জেলায় তিনজনের প্রাণহানি ঘটেছে। প্রার্থীরা ইমোশনাল হয়ে সহিংসতায় জড়িয়েছেন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ইসি সচিব বলেন, সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ১৬০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হয়েছে। এ সময় সহিংসতায় কক্সবাজারে দুজনের মৃত্যু হয়েছে। আর গতকাল খুলনার মোংলায় একজন মারা গেছেন। এ ছাড়া ২৪ জন সংঘর্ষে আহত হয়েছেন।

এসব ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে ইসি সচিব বলেন, এই কয়েকটি ঘটনা ছাড়া বাকি সব জায়গায় নির্বাচন সুষ্ঠু হয়েছে। কেন এই সহিংসতা এমন প্রশ্নের উত্তরে হুমায়ুন কবীর খোন্দকার বলেন, আসলে প্রার্থীরা ইমোশনাল হয়ে সহিংসতায় জড়িয়ে গেছে। এ ছাড়া একটি ভোটকেন্দ্রে সন্ত্রাসীরা ব্যালট ছিনতাইয়ের সময় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে একজন মারা যান।

অনিয়মের অভিযোগে, নোয়াখালীর জেলার পাঁচটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয় বলেও জানিয়েছেন ইসির এই মুখপাত্র।

রেলপথ, ইঞ্জিনসহ সম্পদের ক্ষতিসাধন থেকে বিরত থাকার আহ্বান

৪ আইন কর্মকর্তার নিয়োগ বাতিল

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ছে না: ইসি সচিব

পোস্টাল ভোটের নিবন্ধন সাড়ে ৯ লাখ ছাড়াল

যত বড় অপরাধীই হোক, পিটিয়ে মারা গ্রহণযোগ্য নয়: ধর্ম উপদেষ্টা

প্রতিদিনই বিদেশি অস্ত্র উদ্ধার করা হচ্ছে, নির্বাচন নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

কুয়াশায় গাড়ি চালানো নিরাপদ করতে বিআরটিএর নির্দেশনা

‎সীমান্ত দিয়ে সন্ত্রাসীরা যেন পালাতে না পারে, সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

সাবসিডিয়ারি কোম্পানি গঠন করতে চায় বিআইডব্লিউটিসি

গণভোটের প্রচার: পরিবর্তনের চাবি আপনারই হাতে