হোম > জাতীয়

হাওরে আর বাঁধ নয়: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের হাওর এলাকায় বাধ নির্মাণের কারণে সেখানকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই হাওরে আর বাধ নির্মাণ করা হবে না বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সেন্টার ফর হলিস্টিক স্টাডিজের উদ্যোগে পরিবেশ দূষণ ও এবং প্রতিকার শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

এম এ মান্নান বলেন, পরিবেশ রক্ষায় সচেতনতাই হলো প্রথম পদক্ষেপ। যেটা খুবই দরকার। প্রধানমন্ত্রী এ ব্যাপারে খুবই সচেতন। তার নানা কাজের মধ্যে তার প্রমাণ আছে। তিনি আমাদের এই বিষয়ে দিক নির্দেশনা দেন। আমরা কাজ করি। তিনি হাওর অঞ্চলে আর বাধ বা নির্মাণ না করার জন্য নির্দেশ দিয়েছেন। যেটি সুদূরপ্রসারী সিদ্ধান্ত। তাঁর সিদ্ধান্ত অনুযায়ী হাওরে আর বাধ নির্মাণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া শিল্প কারখানা স্থাপনের ক্ষেত্রে পরিবেশের সুরক্ষার বিষয়টি বিবেচনায় রেখেই পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।

সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন ভারতের সেন্ট্রাল পলুয়েশন বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এস পি গৌতম। তিনি বলেন, পরিবেশ দূষণের কারণে দরিদ্ররা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই তাদের প্রতি সাহায্যের পরিমাণ বাড়াতে হবে। যদি শিল্পায়নের ক্ষেত্রে সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা না হয়, তবে তা আবার পরিবেশের মধ্যেই ফিরে আসে। এর মধ্য দিয়ে কম বেশি সবাই ক্ষতিগ্রস্ত হয়। ভিন্ন কিছু পদক্ষেপ নিলে পরিবেশ দূষণ কমানো যেতে পারে। যেমন রাসায়নিক সারের বদলে জৈব সার ব্যবহার করলে পরিবেশ দূষণের মাত্রা অনেকাংশেই নিয়ন্ত্রণ করা যায়। 

সেমিনারে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. জিল্লুর রহমান, বাংলাদেশ সেন্টার ফর হলিস্টিক স্টাডিজের চেয়ারম্যান ড. মিজানুর রহমান, পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সিপিআরডি এর প্রধান নির্বাহী মো. শামসুদ্দোহা।

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০০৮ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন