আয়কর ফাঁকি ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা পৃথক দুই মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগনে শাহরিন ইসলাম চৌধুরীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। দণ্ডাদেশের বিরুদ্ধে তাঁর করা পৃথক আপিল শুনানির জন্য গ্রহণ করে আজ বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি শেখ তাহসিন আলীর বেঞ্চ এ আদেশ দেন।
এদিকে দুই মামলায় জামিনের পর শাহরিন ইসলাম চৌধুরীর কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী হাসান রাজীব প্রধান। তিনি বলেন, আপিল শুনানির জন্য গ্রহণ করে হাইকোর্ট জরিমানা স্থগিত করেছেন এবং দুই মামলায় এক বছরের জামিন দিয়েছেন।
আয়কর ফাঁকি ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালে শাহরিন ইসলামের বিরুদ্ধে পৃথক মামলা হয়। বিচারিক আদালত আয়কর ফাঁকির মামলায় তাঁকে আট বছর (তিন বছর ও পাঁচ বছর) কারাদণ্ড ও জরিমানা করেন। আর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ১৩ বছর (৩ বছর ও ১০ বছর) কারাদণ্ড দেন।
গত ২৯ এপ্রিল ঢাকার বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করলে শাহরিন ইসলামকে কারাগারে পাঠানো হয়। পরদিন দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে পৃথক আপিল করেন তিনি।
আদালতে শাহরিন ইসলামের পক্ষে শুনানি করেন আইনজীবী হাসান রাজীব প্রধান। সঙ্গে ছিলেন মো. মশিউর রহমান। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. ওমর ফারুক। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলী খানম।