হোম > জাতীয়

আয়নাঘর ঘুরে দেখলেন প্রধান উপদেষ্টা, দেখুন ছবিতে

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: আজকের পত্রিকা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গোপন বন্দিশালা (আয়নাঘর) ও টর্চার সেল (নির্যাতনকেন্দ্র) পরিদর্শন করেছেন।

আজ বুধবার বেলা ১১টার দিকে প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শনে যান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, উপদেষ্টা মাহফুজ আলম, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

গুমসংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য ও সাংবাদিকেরাও এ সময় উপস্থিত ছিলেন। গোপন বন্দিশালাগুলো আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকায় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

গোপন বন্দিশালায় দেখা গেল ইলেকট্রিক শক দিয়ে নির্যাতনের চেয়ার। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিভিন্ন বন্দিশালার ছবি গণমাধ্যমে পাঠানো হয়েছে। ড. ইউনূস গোপন বন্দিশালার বিভিন্ন কক্ষ ঘুরে ঘুরে দেখেন।

প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি তাঁর ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, গত জুলাইয়ে নাহিদ ইসলামকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে একটি কক্ষে আটকে রাখে। তিনি আজ সেই কক্ষটি নিজেই শনাক্ত করেছেন। নাহিদ ইসলাম জানিয়েছেন, যে কক্ষে তাঁকে রাখা হয়েছিলে সেখানে একপাশে টয়লেট হিসেবে একটি বেসিনের মতো ছিল। ৫ আগস্টের পর সেলগুলোর মাঝের দেয়াল ভেঙে ফেলা হয় এবং দেয়াল রং করা হয়।

দীর্ঘদিন যে ঘরে বন্দী ছিলে সেটির বর্ণনা দেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আমান আযমী। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মেদ তাঁর ফেসবুক অ্যাকাউন্টে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের একটি ভিডিও বক্তব্য পোস্ট করেন। আসিফও সেখানে তাঁকে যে কক্ষে রাখা হয়েছিল সেটি শনাক্ত করেন এবং বর্ণনা দেন।

গোপন বন্দিশালা ও বন্দী জীবনের বর্ণনা দেন ব্যারিস্টার আহমাদ বিন কাসেম (আরমান)। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

প্রধান উপদেষ্টার কাছে বন্দী জীবনের বর্ণনা দেন এক ভুক্তভোগী। ছবি: ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

সংকীর্ণ বন্দিশালায় যেভাবে রাখা হতো তার বর্ণনা দেন এক ভুক্তভোগী। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

জঙ্গি আখ্যা দিয়ে তুলে আটকে রাখা এক ভুক্তভোগী অভিজ্ঞতা বর্ণনা করেন। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

গোপন বন্দিশালা ও টর্চার সেলের বর্ণনা দেন গুম কমিশন সংশ্লিষ্টরা। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

ভুক্তভোগীদের মুখে অভিজ্ঞতা শোনেন প্রধান উপদেষ্টা। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

টর্চার সেলের বর্ণনা দেন এক ভুক্তভোগী। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

গোপন বন্দিশালার দেয়ালে ভুক্তভোগীদের হাতে লেখা দেখেন প্রধান উপদেষ্টা। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন

দেশজুড়ে মবের প্রতিবাদে ‘গণমাধ্যম সম্মিলন’ ডাকল নোয়াব ও সম্পাদক পরিষদ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ৯২ বার

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

নিখোঁজ শিশু উদ্ধারে ‘মুন অ্যালার্ট’ ও হেল্পলাইন চালু