হোম > জাতীয়

জুলাই–আগস্টে হতাহতদের ক্ষতিপূরণ নির্ধারণে নীতিমালা করতে রুল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জুলাই–আগস্টে ছাত্র–জনতার আন্দোলনে হতাহতদের ক্ষতিপূরণ নির্ধারণে নীতিমালা করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এই রুল জারি করেন। স্বরাষ্ট্রসচিব, জনশাসন সচিব, প্রতিরক্ষা সচিব, আইন সচিব ও সমাজকল্যাণ সচিবসহ সংশ্লিষ্টদেরকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

ব্যারিস্টার সোলায়মান তুষার রিটকারীদের পক্ষে শুনানি করেন। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী নাঈম হোসেন অয়ন, খায়রুল বাশার, বায়েজীদ হোসাইন ও ব্যারিস্টার মাহদী জামান (বনি)। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান ও সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন।

গত ৪ আগস্ট ব্যারিস্টার সোলায়মান তুষার, ব্যারিস্টার মাহদী জামান (বনি), ও অ্যাডভোকেট খায়রুল বাশার রিট আবেদনটি করেন। এতে নিহত প্রত্যেকের পরিবারকে দুই কোটি টাকা ও আহতদের এককোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশনা চাওয়া হয়। এছাড়া ক্ষতিপূরণ নির্ধারণে নীতিমালা প্রণয়নের নির্দেশনা চাওয়া হয়।

হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

সরকারি কর্মচারীদের বেতন বাড়বে ১০৫ থেকে ১৪২%

প্রতীক নিয়ে মাঠে প্রার্থীরা, জমবে এবার কথার লড়াই

গুম থাকার সময়ের লোমহর্ষক বর্ণনা দিলেন ব্যারিস্টার আরমান

মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও কোটায় বিসিএস, ২১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

জয় বাংলা ব্রিগেড: হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আরও শুনানি ৯ ফেব্রুয়ারি

সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াই গুণ, সর্বনিম্ন ২০ হাজার টাকা

নির্বাচন সামনে রেখে আজ থেকে পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি ফাইনাল: প্রধান উপদেষ্টা

মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী আবুল কালাম আজাদকে আপিলের নথি সরবরাহের নির্দেশ ট্রাইব্যুনালের