হোম > জাতীয়

তারেক রহমানের বক্তব্য অপসারণের নির্দেশ, এজলাসে হট্টগোল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক সময়ে দেওয়া বক্তব্য ও ভিডিও অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদেশকে কেন্দ্র করে আদালতকক্ষে তুমুল হট্টগোলের ঘটনা ঘটেছে।

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা সংক্রান্ত রুলের আবেদন শুনানির সময় আজ সোমবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ এ আদেশ দেন। 

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এই বিষয়ে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

হট্টগোলের ঘটনায় বেলা ১১ টার পর এজলাস ত্যাগ করেন দুই বিচারপতি। বেলা ২টা ৩৫ মিনিটে আবার তাঁরা এজলাসে ফিরে আসেন। 

এর আগে সকাল সাড়ে ১০টায় এজলাসে আসেন দুই বিচারপতি। তারেক রহমানের বক্তব্য অপসারণের আবেদন শুনানির সময় আদালত বলেন, ‘অ্যাপ্লিকেশন অ্যালাউড’।

আদেশের পরপরই আদালত থেকে বের হয়ে যান কামরুল ইসলাম ও সানজিদা খানমসহ তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে রিট আবেদনকারী আইনজীবীরা। 

এরপরই তারেকের পক্ষের আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী বলেন, ‘আপনার (সিনিয়র বিচারপতি) বিষয়ে প্রধান বিচারপতির কাছে আমরা অনাস্থা জানিয়ে আবেদন করেছি। আগে সেটি নিষ্পত্তি হোক। এর আগে আপনি এ আবেদন শুনতে পারেন না।’

এ সময় ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেন, ‘আপনার বিরুদ্ধে অনাস্থা আছে। নৈতিক কারণে আপনারা শুনতে পারেন না। অনাস্থার আবেদনের বিষয়টি আপনি জানেন। আর আপনারা না জানলে সেটা বলতে পারেন। এই অবস্থায় আপনি এ বিষয়ে আদেশ দিতে পারেন না।’

তখন বিএনপিপন্থী আইনজীবীরা হট্টগোল শুরু করেন। ব্যাপক হট্টগোল ও চিৎকারের মধ্যে বেলা ১১টার পর বিচারপতিরা এজলাস কক্ষ ত্যাগ করেন। তাঁরা চলে যাওয়ার সময় হঠাৎই পেছন থেকে এজলাসে ফাইল ছুড়ে মারেন এক আইনজীবী।

এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজলসহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। 

তবে বেলা ২টা ৩৫মিনিটে দুই বিচারপতি এজলাসে ফিরে এলে আবার আদালত কার্যক্রম শুরু হয়।

হামলা ও মব সহিংসতা: পুলিশের শীর্ষ পদগুলোয় রদবদল হতে পারে

নির্ধারিত সময়েই নির্বাচন হবে: মার্কিন বিশেষ দূতকে প্রধান উপদেষ্টা

হিন্দুত্ববাদী বিক্ষোভের মুখে শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ

‎পুলিশ সদর দপ্তরে ৬ ডিআইজিকে রদবদল

আগামী জুনের মধ্যে মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে নামার আশা সরকারের

এবার দিল্লি ও আগরতলায় ভিসা কার্যক্রম ‘সাময়িক বন্ধ’ করল বাংলাদেশ

হাদির ডিএনএ নমুনা সংরক্ষণে আদালতের নির্দেশ

ভোটারদের উৎসাহিত করতে জাতিসংঘের উদ্যোগে নতুন ওয়েবসাইট চালু

তারেক রহমানের প্রত্যাবর্তনে নেতা-কর্মীদের ঢাকায় আনতে চলবে ১০টি বিশেষ ট্রেন

বেনজীরের ফ্ল্যাট থেকে জব্দ ২৪৬ ধরনের মালামাল প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে