হোম > জাতীয়

অযথা ক্ষমতা দেখাবেন না, দুদককে হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ক্ষমতার অপব্যবহার নিয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সতর্ক করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। দুদককে উদ্দেশ করে হাইকোর্ট বলেছেন, ‘ক্ষমতা থাকলেই কেন অপব্যবহার করবেন? অযথা ক্ষমতা দেখাবেন না।’ 

আজ রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ দুদকের আইনজীবীর উদ্দেশে এ মন্তব্য করেন। 

আদালত বলেন, একজনকে ২০১৯ সালে নোটিশ দিলেন, কিন্তু এখনো নিষ্পত্তি করলেন না। আবার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিলেন। কেয়ামত পর্যন্ত কী তাঁর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা থাকবে? 

এরপর আদালত নাভানা গ্রুপের আফতাব অটো মোবাইল লিমিটেডের পরিচালক মো. মামুন খানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। 

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জয়নুল আবেদীন ও সাঈদা ইয়াসমিন। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন সাজ্জাদ হোসেন। আগামী ১৪ ডিসেম্বর এ ব্যাপারে পরবর্তী শুনানি হবে। 

আবেদনের বিষয়ে আইনজীবী জয়নুল আবেদীন সাংবাদিকদের জানান, নাভানার কর্মকর্তা মামুন খানের বিরুদ্ধে একই প্রতিষ্ঠানে কর্মরত জ্যেষ্ঠ উপব্যবস্থাপক দুদকের কাছে একটি অভিযোগ করেন। ওই অভিযোগের পর দুদক মামুন খানকে তলব করে। পরে মামুন খান দুদকে হাজির হয়ে তাঁর সব সম্পদ বিবরণী দাখিল করেন। এরপর ২০১৯ সালে মামুনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করে দুদক। 

জয়নুল বলেন, ‘মামলার তদন্ত কর্মকর্তা একাধিকবার পরিবর্তন হয়েছে, কিন্তু কোনো অনুসন্ধান বা তদন্ত শেষ হয়নি। এ কারণে দুদকের চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে গত আগস্ট মাসে হাইকোর্টে রিট করেন মামুন খান।’

প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪৪ জন, আপিল শুনানি শেষ কাল

নির্বাচন পর্যবেক্ষণে মাঠে ইইউর ৫৬ পর্যবেক্ষক

জুলাইয়ের চেতনার নামে গরু কোরবানি, মধ্যরাতে অফিসে হামলা, আগুন দেওয়া নজিরবিহীন: হাসান হাফিজ

‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারের নৈতিক ভিত্তি জুলাইয়ের আত্মদান: আলী রীয়াজ

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

আজ থেকে সারা দেশে থাকবেন ইইউর ৫৬ জন দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক

স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করলে সরকারই সবচেয়ে লাভবান হবে: মাহ্‌ফুজ আনাম

নির্বাচিত সরকার এলেই সাংবাদিকেরা সব পেয়ে যাবেন, এমন ভাবার কারণ নেই: মতিউর রহমান

গণমাধ্যমে আক্রমণ বর্বরতার বহিঃপ্রকাশ: নূরুল কবীর

গণমাধ্যম সম্মিলন শুরু