হোম > জাতীয়

একই ঠিকাদারি প্রতিষ্ঠান বারবার কাজ কেন পায়, প্রশ্ন সংসদীয় কমিটির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে একই প্রতিষ্ঠান বারবার কেন কাজ পায় তার কারণ জানতে চেয়েছে সংসদীয় কমিটি। এ বিষয়ে কমিটি আগামী বৈঠকে প্রতিবেদন দিতে বলেছে মন্ত্রণালয়কে। আজ রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, একই ঠিকাদারি প্রতিষ্ঠান কীভাবে বারবার টেন্ডারের কাজ পেয়ে থাকে তার রহস্য উদ্‌ঘাটনের লক্ষ্যে একটি তদন্ত প্রতিবেদন আগামী সভায় উপস্থাপনে কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে। 

সংসদীয় কমিটির একাধিক বৈঠকে এ বিষয়ে এর আগেও আলোচনা হয়েছিল বলে জানা গেছে। ওই সব বৈঠকে নতুন নতুন ঠিকাদারদের দিয়ে কাজ করালে কাজের মান ভালো হয় বলেও দাবি করা হয়েছিল।  

আজ বৈঠকে মতিঝিল বিআরটিসি ডিপোসংলগ্ন জায়গার লিজ গ্রহণকারী রেহানা বেগম ও রুবেলের কাছ থেকে বকেয়া পাওনা টাকা আদায়সহ তাঁদের উচ্ছেদের সুপারিশ করা হয়। বৈঠকের কার্যবিবরণী সূত্রে জানা গেছে, রেহানা বেগম ’৯০ সালের দিকে বিআরটিসি ডিপোসংলগ্ন ৫০০ বর্গফুট জায়গা লিজ নিয়েছিলেন। ওই লিজ গ্রহীতা মারা গেলেও তাঁকে জীবিত দেখিয়ে তাঁর নামে বরাদ্দ বহাল রাখা হয়েছে। 

বৈঠকে সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন গুরুত্বপূর্ণ মহাসড়কে পণ্য পরিবহনের উৎসমুখে এক্সেল লোড নিয়ন্ত্রণকেন্দ্র স্থাপন প্রকল্পের কাজসমূহের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সমাপ্তকরণের সুপারিশ করা হয়। 

কমিটির সভাপতি রওশন আরা মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য আবু জাহির, ছলিম উদ্দীন তরফদার, সেখ সালাহউদ্দিন, রাবেয়া আলীম ও মেরিনা জাহান।

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির