হোম > জাতীয়

ভোলায় নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কারের কথা জানালেন নসরুল হামিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভোলার ইলশা গ্রামে দেশের আরেকটি নতুন গ্যাসক্ষেত্র ইলিশা-১ পাওয়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আজ সোমবার রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে এই ঘোষণা দেন।

ইলিশা-১ বাংলাদেশের ২৯তম গ্যাসক্ষেত্র হবে বলে প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান। নতুন আবিষ্কৃত এই গ্যাসক্ষেত্রসহ চর জেলা ভোলায় এ নিয়ে তিনটি গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হলো। অন্য দুটি গ্যাসক্ষেত্র হলো শাহবাজপুর ও ভোলার নর্থ গ্যাসক্ষেত্র। 

এর আগে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স) গত মাসে জানিয়েছিল ভোলার ইলিশা উপজেলায় গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছে। তখন ইলিশা-১ কূপের প্রথম স্তরের খননকাজের পর বাপেক্স এই ঘোষণা দিয়েছিল। বাপেক্স তখন আরও জানায় দ্বিতীয় ও তৃতীয় স্তরে খননের পর গ্যাসের প্রকৃত মজুত সম্বন্ধে ধারণা পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

নতুন গ্যাসক্ষেত্র পাওয়ার সংবাদ এমন সময় এল যখন বাংলাদেশ তীব্র গ্যাসসংকটে আছে। গ্যাসসংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন বিঘ্নিত হওয়ায় দেশব্যাপী লোডশেডিং, আবাসিক ও শিল্পে গ্যাসসংকট তীব্র আকার ধারণ করেছে। 

প্রতিমন্ত্রী নসরুল হামিদ এই আবিষ্কৃত নতুন গ্যাসক্ষেত্রে প্রায় ২০০ বিলিয়ন ঘন ফুট গ্যাস মজুত আছে বলে জানিয়েছেন। তিনি জানান, এই পরিমাণ গ্যাস যদি মজুত থাকে, বর্তমানে তা বাজারমূল্যে বাংলাদেশি মুদ্রায় ৬ হাজার ৫০০ কোটি টাকা। আমদানি করা এলএনজির দামের সঙ্গে বিবেচনা করলে এই গ্যাসের দাম দাঁড়াবে ২৬ হাজার কোটি টাকা। 

নসরুল হামিদ বলেন, ‘ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করার ব্যাপারে পাইপলাইন স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। আশা করা যায় দুই বছরের মধ্যে পাইপলাইন স্থাপন সম্পন্ন করতে পারব।’

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভোলায় এই গ্যাস আবিষ্কৃত হলেও শিগগিরই জাতীয় গ্রিডে যোগ হচ্ছে না। প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, কমপক্ষে তিন বছর লাগবে ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে। 

ভোলায় নতুন এই গ্যাসক্ষেত্র প্রাপ্তিকে আনন্দের সংবাদ উল্লেখ করে নসরুল হামিদ বলেন, ‘এটা আমাদের সৌভাগ্য যে ভোলায় আমরা প্রায় ১০ টিসিএফ গ্যাস পেয়েছি। ইলিশা-১ গ্যাসক্ষেত্র থেকে আগামী ২৬-৩০ বছর পর্যন্ত গ্যাস পাওয়া যাবে।’

ভোলায় নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার হলেও জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত না থাকায় এই গ্যাস অলস পড়ে আছে। দেশে চলমান গ্যাসসংকটে ভোলার গ্যাস সিএনজি করে এনে শিল্প কলকারখানায় সরবরাহ করার সরকারি পদক্ষেপের কথা বারবার বলা হলেও এ ব্যাপারে এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। জ্বালানি বিশেষজ্ঞদের অভিমত, ভোলায় আবিষ্কৃত গ্যাস শিগগিরই জাতীয় গ্রিডে আনার জন্য প্রয়োজনীয় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা না গেলে এই গ্যাসক্ষেত্র আবিষ্কার তেমন কোনো কাজে আসবে না। 

জাতীয় গ্রিডে ভোলার গ্যাস যুক্ত করার ব্যাপারে জানতে চাইলে নসরুল হামিদ বলেন, ‘ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করার ব্যাপারে পাইপলাইন স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। আশা করা যায় দুই বছরের মধ্যে পাইপলাইন স্থাপন সম্পন্ন করতে পারব।’

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির

হাদিকে গুলি: সীমান্তে মানুষ পার করা ফিলিপকে খুঁজছে পুলিশ, তাঁর দুই সহযোগী আটক