হোম > জাতীয়

খুনিদের মুখ থেকে এমপি আনোয়ারুল হত্যাকাণ্ড সম্পর্কে শুনেছি: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

‘আমরা সুনিশ্চিত হয়েছি আনোয়ারুল আজীম আনারকে হত্যা করা হয়েছে ৷ যারা হত্যা করেছে, তাদের মুখ থেকে আমরা এগুলো শুনেছি ৷ তবে মৃতদেহ এখনো উদ্ধার করতে পারেনি ৷ মৃতদেহ উদ্ধারের চেষ্টা করা হচ্ছে ৷ তদন্তের খাতিরে, তদন্তের স্বার্থে এখন তা প্রকাশ করা হচ্ছে না।’ আজ বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কারা হত্যা করেছে, তাদেরকে প্রায় চিহ্নিত করে ফেলেছি ৷ আমাদের শুধু ঘোষণাটি বাকি ৷ দুই দেশের গোয়েন্দা সংস্থা একমত হতে পারলে ঘোষণাটা দেব ৷ আমরা মৃতদেহটা এখন উদ্ধার করতে পারিনি ৷ আমরা কিছু শুনেছি, আপনারা যা শুনেছেন ৷ আমরা সেগুলোই শুনেছি ৷ যে পর্যন্ত মৃতদেহ উদ্ধার করতে না পারব, সে পর্যন্ত অফিশিয়ালি আপনাদেরকে কিছু বলতে পারছি না। এ বিষয়ে দুই দেশের গোয়েন্দা সংস্থা কাজ করছে ৷ আনোয়ারুল আজীম যে আমাদের ঝিনাইদহের তিনবারের এমপি ৷ ওই বর্ডার এলাকাটা সন্ত্রাসকবলিত ৷ সে এলাকারই তিনি এমপি ৷ কী কারণে হত্যাকাণ্ড হয়েছে, সে বিষয়ে আমরা সুনিশ্চিত না হয়ে আমাদের কিছুই বলা ঠিক হবে না ৷ আমরা আগে সুনিশ্চিত হই, তারপর আপনাদেরকে বিস্তারিত জানাব।’ 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের পুলিশ, আমাদের গোয়েন্দা সংস্থা, ভারতের পুলিশ এবং ভারতের গোয়েন্দা সংস্থা মিলে বিদেশ থেকেই আমার কাজ করছি; যাতে আরও কিছু তথ্য বেরিয়ে আসে ৷’ 

তদন্তের বিষয়ে আসাদুজ্জামান খান বলেন, ‘আপনাদেরকে বলেছিলাম তদন্তটা মোটামুটি গুছিয়ে এনে আপনাদেরকে জানাব ৷ আমরা এখন নতুন কিছু আপডেট এই মুহূর্তে দিতে পারছি ৷ এই মুহূর্তে আর কোনো সংবাদ আমরা পাইনি ৷ এটুকু বলতে পারি প্রায় আমরা চিহ্নিত করেছি ৷’ 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একজন সংসদ সদস্যকে হত্যা করা হয়েছে ৷ এ বিষয়টি আমরা খুব গুরুত্ব দিয়ে দেখছি ৷ প্রধানমন্ত্রীসহ সবাই গুরুত্ব দিয়ে দেখছে বিষয়টি ৷ আশা করছি, খুব অল্প সময়ে আমরা আপনাদের কিছু জানাতে পারব৷’

অন্যের এনআইডি বহন কিংবা হস্তান্তর করা যাবে না: ইসি

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটের লড়াইয়ে চূড়ান্ত প্রার্থী ১৯৮১ জন

‘হ্যাঁ’-এর প্রার্থী আপনি আমি আমরা সবাই: আলী রীয়াজ

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের, নাছিম, আরাফাতসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

সরকারি কর্মচারীদের বেতন বাড়বে ১০৫ থেকে ১৪২%

প্রতীক নিয়ে মাঠে প্রার্থীরা, জমবে এবার কথার লড়াই

গুম থাকার সময়ের লোমহর্ষক বর্ণনা দিলেন ব্যারিস্টার আরমান

মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও কোটায় বিসিএস, ২১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

জয় বাংলা ব্রিগেড: হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আরও শুনানি ৯ ফেব্রুয়ারি