হোম > জাতীয়

পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলের বুকিং হবে অনলাইনে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল ও মোটেলের বুকিং এখন থেকে অনলাইনে দেওয়া যাবে। এ জন্য অনলাইন রিজার্ভেশন ও হোটেল ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে সরকার। (www.hotels.gov.bd) ঠিকানায় হোটেল-মোটেলের রুম বুকিং করা যাবে। 

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী আজ বুধবার সচিবালয়ে এক অনুষ্ঠানে হোটেল-মোটেলের অনলাইন বুকিং সেবার উদ্বোধন করেন। তিনি বলেন, ‘পর্যটক বান্ধব এই সফটওয়্যারটি ব্যবহার করে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে পর্যটকেরা বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলের রুম বুকিং দিতে পারবেন। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। 

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সফটওয়্যারটি ব্যবহারের ফলে পর্যটন করপোরেশনের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা উন্নত হবে এবং একই সঙ্গে এর প্রতিটি হোটেল-মোটেলের মনিটরিং ব্যবস্থা জোরদার হওয়ায় সঠিক জবাবদিহিতা নিশ্চিত করা সহজ হবে। গ্রাহকদের ফিডব্যাক দেওয়ার সুযোগ থাকবে বিধায় সেবা সম্পর্কিত আপত্তি নিরসনের সুযোগ পাওয়া যাবে।’ 

পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলের বুকিং নিয়ে একটি মোবাইল অ্যাপ আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসে চালু করা হবে বলেও জানানো হয়। 

এক প্রশ্নের জবাবে মাহবুব আলী বলেন, ‘করোনার বিধিনিষেধের মধ্যে হোটেল-মোটেল কর্তৃপক্ষ ব্যবসা করতে পারেনি বলে প্রধানমন্ত্রী প্রথমে ১০ হাজার কোটি টাকা, পরে আরও ৫ হাজার কোটি টাকা প্রণোদনা দিয়েছেন। আমরা চাই খুব দ্রুততম সময়ে তাঁরা যেন তাঁদের ক্ষতি পুষিয়ে নিতে পারে। তাঁদের অসুবিধার কথা চিন্তা করে সীমিত পরিসরে পর্যটন শিল্প খুলে দেওয়া হয়েছে। 

বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. হান্নান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন প্রমুখ। 

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ডিসেম্বরে ১৫৫ কোটি টাকার বেশি চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

বিটিএমসির বিরুদ্ধে ৪৫ কোটি টাকার যন্ত্রপাতি ১২ লাখে বিক্রির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু

সাবেক পুলিশ কর্মকর্তা হামিদুল আলম ও স্বজনদের বিরুদ্ধে দুদকের দুই মামলা

‘হত্যাচেষ্টার’ শিকারদের খোঁজ মেলেনি, শেখ হাসিনা ও জয়সহ ১১৩ আসামির অব্যাহতি চায় পিবিআই

দ্বৈত নাগরিকত্ব: চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর

মানবতাবিরোধী অপরাধ: আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন