হোম > জাতীয়

বুধবার থেকে সকাল ৭টা-রাত ৮টা শিথিল থাকবে কারফিউ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে আগামীকাল বুধবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা (১৩ ঘণ্টা) পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। 
 
আজ মঙ্গলবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এ কথা বলেন।

বৈঠকে আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ ও শ্রম ও কর্মসংস্থান নজরুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়াও গোয়েন্দা বাহিনীর প্রধান, পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসারসহ প্রতিটি বাহিনীর প্রধানেরা উপস্থিত ছিলেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বুধবার থেকে শনিবার পর্যন্ত সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। আপনাদের (সাংবাদিক) মাধ্যমে অনুরোধ করব, সবাই যেন এই সান্ধ্য আইনটি মেনে চলেন।’ এ সময় সবকিছু দ্রুত স্বাভাবিক অবস্থায় আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

জামায়াত নিষিদ্ধের প্রসঙ্গে আসাদুজ্জামান খান বলেন, বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। দেশে জঙ্গির উত্থানে জামায়াতের ভূমিকা রয়েছে। এ জন্য ১৪ দলের বৈঠকে জামায়াতকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেকোনো মুহূর্তে সিদ্ধান্তটি কার্যকর হবে। 

শিক্ষামন্ত্রী বলেন, যারা নিরপরাধ এবং যারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছে, তাঁরা যাতে প্রশাসনিক কোনো হয়রানির শিকার না হয় সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেউ হয়রানির শিকার হলে, তাঁদের সরকার সহায়তা করবে। 

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে মহিবুল হাসান চৌধুরী বলেন, জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পর্যায়ক্রমে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক খোলা হবে। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। অনলাইনে ক্লাস নেওয়ার বিষয়ে কিছু বেসরকারি প্রতিষ্ঠান আলোচনা করেছে। এই বিষয়টি মাথায় রাখা হয়েছে।

সরকারি কর্মচারীদের বেতন বাড়বে ১০৫ থেকে ১৪২%

প্রতীক নিয়ে মাঠে প্রার্থীরা, জমবে এবার কথার লড়াই

গুম থাকার সময়ের লোমহর্ষক বর্ণনা দিলেন ব্যারিস্টার আরমান

মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও কোটায় বিসিএস, ২১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

জয় বাংলা ব্রিগেড: হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আরও শুনানি ৯ ফেব্রুয়ারি

সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াই গুণ, সর্বনিম্ন ২০ হাজার টাকা

নির্বাচন সামনে রেখে আজ থেকে পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি ফাইনাল: প্রধান উপদেষ্টা

মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী আবুল কালাম আজাদকে আপিলের নথি সরবরাহের নির্দেশ ট্রাইব্যুনালের

ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে কোটি টাকা, জীবিকা নির্বাহে আরও ১ কোটি দেবে সরকার