হোম > জাতীয়

বিদায়ী দুই উপদেষ্টার সম্মানে প্রধান উপদেষ্টার ভোজ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আজ বৃহস্পতিবার মধ্যাহ্নভোজন শেষে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী দুই ছাত্র উপদেষ্টা। ছবি: প্রেস উইং

বিদায়ী দুই উপদেষ্টা মো. মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন প্রধান উপদেষ্টা। আজ বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টামণ্ডলীর বৈঠক শেষে এ আয়োজনে তারা অংশ নেন।

বৈঠক ও মধ্যাহ্নভোজ শেষে প্রধান উপদেষ্টা বিদায়ী দুই উপদেষ্টার সঙ্গে স্মারকচিত্রে অংশ নেন।

সরকারের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, দায়িত্বকালীন সহযোগিতা ও অবদানের জন্য বিদায়ী দুই উপদেষ্টাকে বিশেষভাবে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।

আজ বৃহস্পতিবার মধ্যাহ্নভোজন শেষে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে দুই ছাত্র উপদেষ্টা। এ সময় প্রধান উপদেষ্টা, অর্থ, বাণিজ্য ও পরিবেশ উপদেষ্টাসহ অন্যরাও উপস্থিত ছিলেন। ছবি: প্রেস উইং

এর আগে, গতকাল বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের পদত্যাগপত্র প্রধান উপদেষ্টা গ্রহণ করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর তাঁদের পদত্যাগপত্র কার্যকর হবে।

এদিকে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করার কথা রয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই তফসিল ঘোষণা করবেন।

বড়দিনের ছুটিতে ঢাকা-কক্সবাজার রুটে চলবে ট্যুরিস্ট স্পেশাল ট্রেন

আলুচাষিদের ক্ষতি পুষিয়ে নিতে ডিসেম্বর পর্যন্ত হিমাগারে আলু সংরক্ষণের অনুরোধ কৃষি উপদেষ্টার

হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ

১১৩০ কোটি টাকা আত্মসাৎ: জনতা ব্যাংকের সাবেক কর্মকর্তা রমণী মোহন কারাগারে

৩১ ডিআইজিসহ পুলিশের ৩৯ কর্মকর্তার বদলি

স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ

নির্বাচনের ক্ষণগণনা শুরু

গণভোটের তফসিলে যা আছে

বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে পরাশক্তিগুলোর পাল্টাপাল্টি

প্রথমবারের মতো ইসির তিন কর্মকর্তা পেলেন রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব