হোম > জাতীয়

আগামী বছরের মার্চে শুরু হবে পাতাল মেট্রোরেলের কাজ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: ২০২২ সালের মার্চে শুরু হচ্ছে দেশের প্রথম পাতাল মেট্রোরেলের নির্মাণকাজ। নির্মাণকাজ শেষে পাতালরেলে যাত্রী পরিবহন শুরু হবে ২০২৬ সালে। বৃহস্পতিবার সকালে অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক। 

তিনি বলেন, এরই মধ্যে এ প্রকল্পের প্রাথমিক সব কাজ শেষ হয়েছে। প্রকল্পের ডিজাইনের কাজ ৭৩ শতাংশ শেষ। ১২টি প্যাকেজের মাধ্যমে মেট্রোরেল-১ নম্বর লাইনের মাধ্যমে ঢাকায় প্রথম পাতাল রেলপথের নির্মাণকাজ করা হবে। প্রথম প্যাকেজে ডিপোর ভূমি উন্নয়ন ও আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ করা হবে। এ জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। আগামী সেপ্টেম্বরের মধ্যে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হবে। এর ৬ মাসের মধ্যে রূপগঞ্জের পিতলগঞ্জে ডিপোর কাজ শুরু করা হবে। 

এম এ এন ছিদ্দিক আরও বলেন, এই লাইনটি দুটি অংশে বিভক্ত, প্রথম অংশটি পুরোপুরি পাতালপথে, অন্যটি উড়ালপথ। ঢাকার বিমানবন্দর থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত পাতাল অংশের দৈর্ঘ্য ১৯ দশমিক ৮৭ কিলোমিটার। অন্যদিকে কমলাপুর থেকে পূর্বাচল পর্যন্ত নির্মাণ করা হবে উড়ালপথ, যার দৈর্ঘ্য ১১ দশমিক ৩৬ কিলোমিটার। এই রুটের পাতাল ও উড়ালপথে মোট ২১টি স্টেশন থাকবে। প্রকল্পে ব্যয় হবে ৫২ হাজার ৫৬১ কোটি টাকা। এ রুটে প্রতিদিন ৮ লাখ যাত্রী যাতায়াত করতে পারবে। বিমানবন্দর থেকে কমলাপুর যেতে সময় লাগবে ২০ মিনিট। 

এম এ এন ছিদ্দিক আরও বলেন, ঢাকায় পাতালরেলের জন্য ২৫টি ট্রেন কেনা হবে। প্রতিটি ট্রেনে ৮টি করে কোচ থাকবে ৷ একেকটি ট্রেনে একসঙ্গে ৩ হাজার ৮৮ জন যাত্রী পরিবহন করা যাবে। আর পুরো লাইনটি দিয়ে প্রতিদিন ৮ লাখ যাত্রী পরিবহন করা সম্ভব হবে। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, মেট্রোরেল-৬ দিয়াবাড়ি থেকে আগারগাঁও অংশ আগামী বছর জুনের মধ্যে চালুর লক্ষ্য নিয়ে কাজ চলছে। বর্তমানে মেট্রো কোচগুলো পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে। এই প্রকল্পে সার্বিক অগ্রগতি হয়েছে ৬৪ দশমিক ৯১ শতাংশ। দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত কাজ হয়েছে সবচেয়ে বেশি, ৮৫ দশমিক ৭৪ শতাংশ।

 

সীমান্তে গুলিতে শিশু আহত: মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে শরিয়াহভিত্তিক ঋণ পাবেন প্রবাসীরা

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি