হোম > জাতীয়

জুমাতুল বিদায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

ঢাকা: আজ জুমাতুল বিদা। রমজানের শেষ জুমা ইঙ্গিত দিচ্ছে বিদায় নিতে চলেছে রহমত, বরকত ও মাগফিরাতের মাস পবিত্র রমজান। মুসলমানদের কাছে রমজান মাস বেশ গুরুত্বপূর্ণ। রমজানের শেষ জুমা অর্থাৎ জুমাতুল বিদাও বিশেষ গুরুত্ব বহন করে।

রমজান মাসের শেষ জুমায় সওয়াবের আশায় আজ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিপুল সংখ্যক মসুল্লি নামাজ আদায় করতে আসেন। মুসল্লিদের চাপে স্বাস্থ্যবিধি মানাও অসম্ভব হয়ে পড়ে। একই অবস্থা দেখা গেছে রাজধানীর বড় মসজিদগুলোতে।

করোনা মহামারির মধ্যে ভিন্ন এক পরিস্থিতিতে এবারের রমজান অতিবাহিত করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। জুমাতুল বিদাতে পৃথিবী থেকে করোনা মহামারি যাতে দ্রুত বিদায় নেয়, বিশ্ববাসী যাতে এই আতঙ্কময় দিন থেকে নাজাত পান সে জন্য আল্লাহর দরবারে মুনাজাত করা হয়। দেশের সুখ ও সমৃদ্ধির জন্য দোয়া করা হয়।

জুমাতুল বিদা নামাজ শেষে দেশের সকল মসজিদে করোনা ভাইরাসের ভয়াবহ প্রাদুর্ভাব থেকে পরিত্রাণ পেতে বিশেষ দোয়ার আয়োজন করার জন্য আহ্বান জানিয়েছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিও প্রকাশ করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশসহ সারা বিশ্বের সকল মানুষের সুরক্ষা, অসুস্থদের দ্রুত আরোগ্য লাভ, মহামারি পরিস্থিতির দ্রুত উন্নতি এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে শুক্রবার পবিত্র জুমাতুল বিদা নামাজ শেষে দেশের সকল মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য দেশের সব মসজিদের খতিব, ইমাম, মুসুল্লি ও মসজিদ কমিটিকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে অনুরোধ জানানো হয়েছে। একই উপলক্ষে দেশের অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে নিজ নিজ ধর্ম মতে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ২৫৮২ জন

৪৪ কোটি টাকা আত্মসাৎ: পি কে হালদারসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট

হাদি হত্যা মামলার তদন্ত-বিচারকাজে আইনি পরামর্শক হলেন সমাজী

এখন র‍্যাপিড পাস রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

রেলপথ, ইঞ্জিনসহ সম্পদের ক্ষতিসাধন থেকে বিরত থাকার আহ্বান

৪ আইন কর্মকর্তার নিয়োগ বাতিল

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ছে না: ইসি সচিব

পোস্টাল ভোটের নিবন্ধন সাড়ে ৯ লাখ ছাড়াল

যত বড় অপরাধীই হোক, পিটিয়ে মারা গ্রহণযোগ্য নয়: ধর্ম উপদেষ্টা

প্রতিদিনই বিদেশি অস্ত্র উদ্ধার করা হচ্ছে, নির্বাচন নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা