হোম > জাতীয়

অব্যাহতি পাওয়া এসআইদের আমরণ অনশনের ডাক

আজকের পত্রিকা ডেস্ক­

আজ সোমবার বিকেলে সচিবালয়ের সামনে পুলিশের অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপপরিদর্শকেরা (এসআই) সংবাদ সম্মেলন করেন। ছবি: আজকের পত্রিকা

চাকরিতে পুনর্বহাল না হওয়া পর্যন্ত আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন পুলিশের অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপপরিদর্শকেরা (এসআই)। আজ সোমবার বিকেলে সচিবালয়ের সামনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তাঁরা।

এর আগে সকাল থেকে সচিবালয়ের সামনের আব্দুল গনি সড়কে অবস্থান কর্মসূচি পালন করেন।

সংবাদ সম্মেলনে অব্যাহতি পাওয়া এসআই আলমগীর হোসেন বলেন, পুলিশের ৪০ তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের চলমান প্রশিক্ষণ থেকে অন্যায়ভাবে অব্যাহতি দেওয়ার প্রতিবাদ ও চাকরিতে পুনর্বহালের দাবিতে তাঁরা কর্মসূচি পালন করছেন। ৫ ও ৬ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ৩২১ জন সাব-ইন্সপেক্টর শান্তিপূর্ণ অবস্থান করেন। তাঁদের প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রসচিব দেখা করেন। দাবির বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি। তবে এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে না পাওয়ায় গতকাল সকাল থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন।

আলমগীর হোসেন আরও বলেন, ‘কর্তৃপক্ষের কোনো সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় আমরা পরবর্তী কর্মসূচি হিসেবে চাকরিতে পুনর্বহাল না করা পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা সচিবালয়ের সামনেই অবস্থান করব।’

অবস্থান কর্মসূচিতে আন্দোলনকারীরা বলেন, নানা কারণ দেখিয়ে চাকরিতে নিয়োগ না দিয়ে চারটি ধাপে মোট ৩২১ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে নাশতা না খাওয়ার কারণ দেখিয়ে ২০৩ জন এসআইকে বাদ দেওয়া হয়েছে। মাঠে কমান্ড না শুনে দাঁড়িয়ে থাকার কারণ দেখিয়ে ৪৯ জন, ক্লাসে অমনোযোগী থাকার কারণ দেখিয়ে ৫৮ জনকে বাদ দেওয়া হয়। ক্লাসে মার্চিং না করে যাওয়ার জন্য ৩ জন এবং সর্বশেষ মাঠে হইচই করার জন্য ৮ জনকে বাদ দেওয়া হয়েছে।

সরকারি কর্মচারীদের বেতন বাড়বে ১০৫ থেকে ১৪২%

প্রতীক নিয়ে মাঠে প্রার্থীরা, জমবে এবার কথার লড়াই

গুম থাকার সময়ের লোমহর্ষক বর্ণনা দিলেন ব্যারিস্টার আরমান

মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও কোটায় বিসিএস, ২১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

জয় বাংলা ব্রিগেড: হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আরও শুনানি ৯ ফেব্রুয়ারি

সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াই গুণ, সর্বনিম্ন ২০ হাজার টাকা

নির্বাচন সামনে রেখে আজ থেকে পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি ফাইনাল: প্রধান উপদেষ্টা

মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী আবুল কালাম আজাদকে আপিলের নথি সরবরাহের নির্দেশ ট্রাইব্যুনালের

ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে কোটি টাকা, জীবিকা নির্বাহে আরও ১ কোটি দেবে সরকার