হোম > জাতীয়

ড. ইউনূসকে সমর্থন ১৯৮ বিশ্বনেতার

শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন ৯২ নোবেলজয়ীসহ ১৯৮ বিশ্বনেতা। একই সঙ্গে সদ্য সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে ড. ইউনূসসহ অনেকে নির্যাতিত হয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। 

গত মঙ্গলবার এক বিবৃতিতে এই শুভকামনা ও সমর্থন ব্যক্ত করা হয়েছে। বুধবার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এই বিবৃতি প্রকাশ করা হয়েছে। যাঁরা বিবৃতিতে স্বাক্ষর করেছেন, তাঁদের মধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, শান্তিতে নোবেলজয়ী নাদিয়া মুরাদ ও শিরিন এবাদি; নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী গ্রো ব্রুন্ডল্যান্ড, রোমানিয়ার সাবেক প্রেসিডেন্ট এমিল কনস্টান্টিনেস্কু, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, বিশ্বব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট ম্যাটস কার্লসন, ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা ধনকুবের রিচার্ড ব্র্যানসন, মার্কিন রাজনীতিক টেড কেনেডি জুনিয়র রয়েছেন। 

বিবৃতিতে স্বাক্ষরকারী ব্যক্তিরা বলেন, ‘আমরা বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাতে পেরে উচ্ছ্বসিত। ইউনূসের মতো অনেকে গত সরকারের কর্তৃত্ববাদের কারণে নির্যাতিত হয়েছেন। শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভ ও গণতান্ত্রিক শক্তিকে আমরা ধন্যবাদ জানাই।’ 

এর কারণে কর্তৃত্ববাদের অবসান হয়েছে এবং নতুন আশার সঞ্চার হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘ড. ইউনূস বলেছেন বাংলাদেশ এখন দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করছে। আর এখন জাতি হিসেবে বাংলাদেশিদের সামনে বিপুল সম্ভাবনা পূরণের সুযোগ রয়েছে। আমরা গর্বিত, কয়েক বছর ধরে আমরা ড. ইউনূসের পাশে থাকতে পেরেছি। এটি বাংলাদেশের জন্য একটি রোমাঞ্চকর নতুন ভোরের সূচনা। আমরা আগামী মাস ও বছরগুলোতে তাঁর এবং বাংলাদেশের জনগণের শান্তি ও সাফল্য কামনা করি।’

নির্ধারিত সময়েই নির্বাচন হবে: মার্কিন বিশেষ দূতকে প্রধান উপদেষ্টা

হিন্দুত্ববাদী বিক্ষোভের মুখে শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ

‎পুলিশ সদর দপ্তরে ৬ ডিআইজিকে রদবদল

আগামী জুনের মধ্যে মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে নামার আশা সরকারের

এবার দিল্লি ও আগরতলায় ভিসা কার্যক্রম ‘সাময়িক বন্ধ’ করল বাংলাদেশ

হাদির ডিএনএ নমুনা সংরক্ষণে আদালতের নির্দেশ

ভোটারদের উৎসাহিত করতে জাতিসংঘের উদ্যোগে নতুন ওয়েবসাইট চালু

তারেক রহমানের প্রত্যাবর্তনে নেতা-কর্মীদের ঢাকায় আনতে চলবে ১০টি বিশেষ ট্রেন

বেনজীরের ফ্ল্যাট থেকে জব্দ ২৪৬ ধরনের মালামাল প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে

বিএনপি মনোনীত প্রার্থী জালাল, সাবেক সংসদ সদস্য জাহিদ ফারুকসহ ১১ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা