হোম > জাতীয়

সততা ও নিষ্ঠার সঙ্গে নির্বাচন পরিচালনার কথা বললেন নতুন সিইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই রাজনৈতিক দলগুলোকে অংশগ্রহণমূলক নির্বাচনে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ সোমবার দুপুরে আগারগাঁওয়ে জাতীয় নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। 

শুরুতেই আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে আগামী নির্বাচন পরিচালনা করার কথা বলেন সিইসি। 
 
তিনি বলেন, ‘সংবিধানে আমাদের দায়িত্ব যেভাবে দেওয়া আছে, আমরা সেভাবেই দায়িত্ব পালন করবো। তবে সব রাজনৈতিক দলগুলোকে সুষ্ঠ নির্বাচন পরিচালনায় আমাদের সহযোগিতা করতে হবে। আমরা আমাদের সাধ্যমত ভোটারদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করবো। আমরা চাই কোনো দলই ভোটের মাঠ ছেড়ে দেবেন না। কারণ কোনো দল ভোটের মাঠ ছেড়ে দিলে নির্বাচন আর সুষ্ঠু থাকে না।’ 

কর্মদিবসের প্রথম দিনে কমিশনের সব সহকর্মীর সঙ্গে পরিচিত হয়েছেন কাজী হাবিবুল আউয়াল। তিনি জানান, ‘আজ যোগ দিয়ে সবার সঙ্গে মতবিনিময় করেছি।’ 

কর্মপরিকল্পনা প্রসঙ্গে সিইসি বলেন, ‘আমাদের কমিশন সেভাবে অভিজ্ঞ না। তবে নির্বাচন কমিশন নিয়ে আমাদের জ্ঞান আছে। এজন্য কমিশনের সবার সঙ্গে বসে আমরা আমাদের কর্মপরিকল্পনা তৈরি করবো। নির্বাচনের বিধিবিধান এবং কর্মপরিকল্পনা অনুযায়ী আমাদের মেয়াদে কাজ করার চেষ্টা করবো।’

প্রথম আলো-ডেইলি স্টারে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় সম্পাদক পরিষদ ও নোয়াব

হাদির মৃত্যুতে উদ্বেগ, নিরপেক্ষ তদন্তের আহ্বান জানালেন জাতিসংঘের ফলকার তুর্ক

হাদি হত্যার প্রতিবাদে গণমাধ্যমের ওপর হামলার দায় সরকার এড়াতে পারে না: টিআইবি

ওসমান হাদির জানাজার সময় এগিয়ে শনিবার বেলা দুইটায়

ভাঙচুর ও লুটতরাজকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ছায়ানটের

ওসমান হাদির লাশের আগমন ঘিরে শাহজালাল বিমানবন্দরজুড়ে কঠোর নিরাপত্তা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা-অগ্নিসংযোগকারীদের জবাবদিহির আওতায় আনুন: সিপিজে

বাংলাদেশে গণমাধ্যমের ওপর হামলায় মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের নিন্দা

সিসি ক্যামেরা ফুটেজ দেখে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে: ছায়ানট পরিদর্শন শেষে ফারুকী

ঢাকায় পৌঁছেছে ওসমান হাদির মরদেহ