হোম > জাতীয়

আওয়ামী লীগের পেজ থেকে শ্রমিকদের উসকানি দেওয়া হচ্ছে: শ্রম উপদেষ্টা

আজকের পত্রিকা ডেস্ক­

ঘোষণা দিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি অভিযোগ করেছেন, ‘আওয়ামী লীগের অফিশিয়াল পেজ থেকে পোস্ট দিয়ে শ্রমিকদের উসকে দিচ্ছে।’

আজ রোববার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ এমন মন্তব্য করেন।

যদি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে তবে রাষ্ট্রের চেয়ে বড় কেউ আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘এসব বিষয়ে আপনাদের একটা ভূমিকা থাকা উচিত। আমরাও কাজ করছি। এসব কর্মকাণ্ডে কেউ সাড়া দেয়নি। তা না হলে আজকের আওয়ামী লীগের আহ্বানে এত বড় একটা কর্মসূচিতে শ্রমিকেরা মিছিল নিয়ে আসতো। কেউতো আসেনি।’

উপদেষ্টা আরও বলেন, ‘দুই একটি কারখানায় সমস্যা হচ্ছে সেটা নিয়ে আমরা কাজ করছি।’

আমাদের কি ষড়যন্ত্র তত্ত্ব থেকে মুক্তি নেই এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘ষড়যন্ত্রের তত্ত্ব এক জিনিস আর বাস্তবতা আরেক জিনিস। আপনাদের জানার কথা, আওয়ামী লীগের অফিশিয়াল পেজে দেশের বাইরে বসে পোস্ট করে শ্রমিকদের উসকে দেওয়া হচ্ছে। ষড়যন্ত্র তো ঘোষণা দিয়ে হচ্ছে। এটা তো গোপনে হচ্ছে না। এটাতো পাবলিক ও সোশ্যাল মিডিয়ায় সবাই দেখেছে।’

ভুয়া তথ্য বা গুজব নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘গুজব আর কারচুপিতে কাজ হবে না। ভুয়া উন্নয়নে আমরা বিশ্বাস করি না। আমরা কি অবস্থায় আছি সেটা আমরা আপনাদেরকে দেখাব। আমাদের পরিসংখ্যান বিভাগ আছে। প্রধান উপদেষ্টা তাদের দিক নির্দেশনা দিয়েছেন, যেটা ফ্যাক্ট সেটাই যেন দেখানো হয়। বাড়িয়ে বাড়িয়ে উন্নয়ন দেখিয়ে স্বপ্নের মধ্যে রাখার কোনো মানে হয় না। আমরা যখন বাস্তবে আছি, তখন আমাদের বাস্তবতার কথাগুলো বলতে হবে।’

নির্বাচনী দায়িত্ব: ভোটে ভয় পাচ্ছে পুলিশ

তিন সংসদ নির্বাচনে জবরদখল হয় রাষ্ট্রের সর্বোচ্চ সিদ্ধান্তে

সংসদ ও গণভোটের আগে অন্য সব নির্বাচন বন্ধ

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

আর কখনো নির্বাচন ডাকাতি যেন না হয়, সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদ নয়, কোন কাগজে স্বাক্ষর হবে সিদ্ধান্ত নেয় আমলাতন্ত্রের ক্ষমতাবান গোষ্ঠী: টিআইবি

জুলাই-আগস্টের মামলার আসামিদের জামিন বন্ধসহ বৈষম্যবিরোধীর ৩ দফা দাবি

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন