হোম > জাতীয়

আওয়ামী লীগের পেজ থেকে শ্রমিকদের উসকানি দেওয়া হচ্ছে: শ্রম উপদেষ্টা

আজকের পত্রিকা ডেস্ক­

ঘোষণা দিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি অভিযোগ করেছেন, ‘আওয়ামী লীগের অফিশিয়াল পেজ থেকে পোস্ট দিয়ে শ্রমিকদের উসকে দিচ্ছে।’

আজ রোববার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ এমন মন্তব্য করেন।

যদি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে তবে রাষ্ট্রের চেয়ে বড় কেউ আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘এসব বিষয়ে আপনাদের একটা ভূমিকা থাকা উচিত। আমরাও কাজ করছি। এসব কর্মকাণ্ডে কেউ সাড়া দেয়নি। তা না হলে আজকের আওয়ামী লীগের আহ্বানে এত বড় একটা কর্মসূচিতে শ্রমিকেরা মিছিল নিয়ে আসতো। কেউতো আসেনি।’

উপদেষ্টা আরও বলেন, ‘দুই একটি কারখানায় সমস্যা হচ্ছে সেটা নিয়ে আমরা কাজ করছি।’

আমাদের কি ষড়যন্ত্র তত্ত্ব থেকে মুক্তি নেই এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘ষড়যন্ত্রের তত্ত্ব এক জিনিস আর বাস্তবতা আরেক জিনিস। আপনাদের জানার কথা, আওয়ামী লীগের অফিশিয়াল পেজে দেশের বাইরে বসে পোস্ট করে শ্রমিকদের উসকে দেওয়া হচ্ছে। ষড়যন্ত্র তো ঘোষণা দিয়ে হচ্ছে। এটা তো গোপনে হচ্ছে না। এটাতো পাবলিক ও সোশ্যাল মিডিয়ায় সবাই দেখেছে।’

ভুয়া তথ্য বা গুজব নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘গুজব আর কারচুপিতে কাজ হবে না। ভুয়া উন্নয়নে আমরা বিশ্বাস করি না। আমরা কি অবস্থায় আছি সেটা আমরা আপনাদেরকে দেখাব। আমাদের পরিসংখ্যান বিভাগ আছে। প্রধান উপদেষ্টা তাদের দিক নির্দেশনা দিয়েছেন, যেটা ফ্যাক্ট সেটাই যেন দেখানো হয়। বাড়িয়ে বাড়িয়ে উন্নয়ন দেখিয়ে স্বপ্নের মধ্যে রাখার কোনো মানে হয় না। আমরা যখন বাস্তবে আছি, তখন আমাদের বাস্তবতার কথাগুলো বলতে হবে।’

একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন: ফয়েজ আহমদ তৈয়্যব

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানে গণভোটের প্রচারে সরকার

আরও একটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার

বায়তুল মোকাররমে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া

নির্বাচন ও গণভোট: কেন্দ্র বাড়ছে না, ভোটকক্ষ ও গোপন কক্ষ বাড়ছে

জাপার ৩, জামায়াতের ১ জনের প্রার্থিতা বাতিল

মেট্রোর দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন: নকশার ত্রুটি ও মানহীন বিয়ারিং প্যাডই কারণ

বড় নেতার সম্পদ কম

সামাজিক মাধ্যমে নির্বাচনী প্রচার: মানতে হবে এআই ব্যবহারসহ ৭টি বিধি