হোম > জাতীয়

সুদান থেকে আরও প্রায় দেড় শ বাংলাদেশি ফেরার অপেক্ষায়

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদান থেকে বাংলাদেশের আরও প্রায় দেড় শ নাগরিক দেশে ফেরার অপেক্ষায় আছেন। দেশটিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ বৃহস্পতিবার আজকের পত্রিকাকে এ কথা জানান।

সুদান থেকে এখন পর্যন্ত ৭২২ জন বাংলাদেশে ফিরেছেন জানিয়ে তিনি বলেন, 'বাংলাদেশিদের নিয়ে শেষ ফ্লাইটটি গত রোববার ছেড়ে যাওয়ার পর প্রতিদিনই নতুন করে ১৫ থেকে ২০ জন দেশে ফেরার জন্য নিবন্ধন করছেন।' 

এভাবে বৃহস্পতিবার পর্যন্ত অন্তত ১৪৭ জন দেশে ফিরতে বন্দরনগরী পোর্ট সুদানের ক্যাম্পে অবস্থান করছেন বলেও রাষ্ট্রদূত জানান। 

এর আগে পোর্ট সুদান থেকে সৌদি আরবের জেদ্দা হয়ে বাংলাদেশিদের দেশে ফেরানোর ব্যবস্থা করেছে সরকার। তবে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েক কর্মকর্তা জানান, পোর্ট সুদান থেকে জেদ্দায় অবতরণের জন্য আগে যাদের তালিকা দেওয়া হয়েছিল সৌদি সরকার একই দিনে তাদের অন-অ্যারাইভাল ভিসার অনুমতি দিয়েছে। কিন্তু দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ছাড়পত্র দিতে এখন একটু বেশি সময় নিচ্ছে। 

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, গৃহযুদ্ধ শুরুর আগে সুদানে প্রায় ১ হাজার ৫০০ বাংলাদেশি ছিলেন। ৭২২ জন ফেরার পর বর্তমানে সেখানে প্রায় ৮০০ নাগরিক আছেন বলে কর্মকর্তাদের ধারণা। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে বলেছেন, সুদান থেকে যারা ফিরতে চাইবেন, তাদের সবাইকে দেশে ফিরিয়ে আনা হবে।

সড়ক দুর্ঘটনা: ক্ষতিপূরণ আবেদনের সময় বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব

এনইআইআর চালু: একজনের নামে ২০০ ফোনসেট নিবন্ধন!

সংসদ নির্বাচন: আযাদ, মান্নাসহ ৮৭ জনের মনোনয়নপত্র বাতিল

একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন: ফয়েজ আহমদ তৈয়্যব

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানে গণভোটের প্রচারে সরকার

আরও একটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার

বায়তুল মোকাররমে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া

নির্বাচন ও গণভোট: কেন্দ্র বাড়ছে না, ভোটকক্ষ ও গোপন কক্ষ বাড়ছে

জাপার ৩, জামায়াতের ১ জনের প্রার্থিতা বাতিল