হোম > জাতীয়

সুদান থেকে আরও প্রায় দেড় শ বাংলাদেশি ফেরার অপেক্ষায়

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদান থেকে বাংলাদেশের আরও প্রায় দেড় শ নাগরিক দেশে ফেরার অপেক্ষায় আছেন। দেশটিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ বৃহস্পতিবার আজকের পত্রিকাকে এ কথা জানান।

সুদান থেকে এখন পর্যন্ত ৭২২ জন বাংলাদেশে ফিরেছেন জানিয়ে তিনি বলেন, 'বাংলাদেশিদের নিয়ে শেষ ফ্লাইটটি গত রোববার ছেড়ে যাওয়ার পর প্রতিদিনই নতুন করে ১৫ থেকে ২০ জন দেশে ফেরার জন্য নিবন্ধন করছেন।' 

এভাবে বৃহস্পতিবার পর্যন্ত অন্তত ১৪৭ জন দেশে ফিরতে বন্দরনগরী পোর্ট সুদানের ক্যাম্পে অবস্থান করছেন বলেও রাষ্ট্রদূত জানান। 

এর আগে পোর্ট সুদান থেকে সৌদি আরবের জেদ্দা হয়ে বাংলাদেশিদের দেশে ফেরানোর ব্যবস্থা করেছে সরকার। তবে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েক কর্মকর্তা জানান, পোর্ট সুদান থেকে জেদ্দায় অবতরণের জন্য আগে যাদের তালিকা দেওয়া হয়েছিল সৌদি সরকার একই দিনে তাদের অন-অ্যারাইভাল ভিসার অনুমতি দিয়েছে। কিন্তু দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ছাড়পত্র দিতে এখন একটু বেশি সময় নিচ্ছে। 

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, গৃহযুদ্ধ শুরুর আগে সুদানে প্রায় ১ হাজার ৫০০ বাংলাদেশি ছিলেন। ৭২২ জন ফেরার পর বর্তমানে সেখানে প্রায় ৮০০ নাগরিক আছেন বলে কর্মকর্তাদের ধারণা। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে বলেছেন, সুদান থেকে যারা ফিরতে চাইবেন, তাদের সবাইকে দেশে ফিরিয়ে আনা হবে।

কার্যক্রম প্রভাবিত করতে মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে: গুম কমিশন

জনসচেতনতায় ‘ভোটের গাড়ির’ প্রচারণা শুরু সোমবার

দেড় দশকে পুলিশ, বিচার ও প্রশাসনের ভিত দুর্বল করা হয়েছে: আসিফ নজরুল

নির্বাচনের পরিবেশ তৈরিতে অপারেশন শুরু করবে যৌথ বাহিনী: ইসি সানাউল্লাহ

হাদি হত্যা: ফয়সালসহ সংশ্লিষ্টদের অ্যাকাউন্টে ১২৭ কোটি টাকার লেনদেন

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আগামী পাঁচ দিন শীতের অনুভূতি বাড়বে

অবশেষে প্রজাপতি প্রতীকে নিবন্ধন পেল আমজনতার দল

ফয়সালের অবস্থান নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: অতিরিক্ত আইজিপি

এনএসআইয়ের ১৩ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক