হোম > জাতীয়

বেতনের ১ কোটি টাকা দিচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন

বন্যার্তদের সহায়তায় এক দিনের বেতন হিসেবে কমপক্ষে এক কোটি টাকা দেবে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। এ অর্থ অ্যাসোসিয়েশনের প্রত্যেক সদস্যদের কাছ থেকে একদিনের বেতনের সমপরিমাণ হিসেবে নেওয়া হবে।

আজ শনিবার বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।  

সংগঠনটি জানায়, ভারী বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে দেশের অন্তত ১১ জেলা বন্যাকবলিত হয়েছে। সারা দেশের বন্যাকবলিত ১১ জেলায় মোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৪৫ লাখ। এই মুহূর্তে ৮ লাখ ৮৭ হাজার ৬২৯টি পরিবার পানিবন্দী এবং এখন পর্যন্ত প্রায় ১৩ জন মারা গেছেন। এ পরিস্থিতিতে বিপুলসংখ্যক মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে।

বন্যাকবলিত ক্ষতিগ্রস্ত জনসাধারণের পাশে দাঁড়ানো এবং সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বাজেটের ত্রাণ ও কল্যাণ খাত থেকে ন্যূনতম এক কোটি টাকার চেক প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়া হবে। 

এই অর্থ অ্যাসোসিয়েশনের প্রত্যেক সদস্যদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে।

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন

দেশজুড়ে মবের প্রতিবাদে ‘গণমাধ্যম সম্মিলন’ ডাকল নোয়াব ও সম্পাদক পরিষদ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ৯২ বার

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

নিখোঁজ শিশু উদ্ধারে ‘মুন অ্যালার্ট’ ও হেল্পলাইন চালু

প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা-টিউলিপের রায় ২ ফেব্রুয়ারি

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি