হোম > জাতীয়

কাজ চলছে, রাতারাতি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ হবে না: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, ‘মূল্যস্ফীতি নিয়ে কাজ চলছে। এর জন্য অপেক্ষা করতে হবে, রাতারাতি তো হবে না। আল্টিমেটলি এই ক্রাইসিসটা তো ম্যানেজ করতে হবে।’ 

আজ রোববার আগারগাঁওয়ের ইআরডি ভবনে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) অ্যানা বেজার্ডের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ যে সমস্যাগুলো ফেস করছে, এগুলো নতুন কোনো সমস্যা নয়। বাংলাদেশ এই সমস্যাগুলো যেভাবে মোকাবিলা করছে, সেটার প্রশংসা করেছেন তারা। কাজেই এর মধ্যে সন্দেহের কিছু নাই। 

বৈঠকে পদ্মা সেতু, মেট্রোরেল, চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেল, এক্সপ্রেসওয়ে—এসব মেগা প্রকল্পের বিষয় উপস্থাপন করলে তারা এপ্রিসিয়েট করেছেন বলেও জানান অর্থমন্ত্রী। 

সমালোচকদের উদ্দেশ্য করে অর্থমন্ত্রী বলেন, শুধু ক্রিটিসিজম করলে তো কোনো লাভ হবে না। এগুলো শেখ হাসিনা বানিয়েছেন ঠিকই কথা। কিন্তু বানিয়েছেন তো একটা দৃষ্টিভঙ্গি নিয়ে, একটা চিন্তা নিয়ে। বর্তমান এবং উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে এবং জনগণ এটা গ্রহণ করেছে। 

এ সময় সরকারের উদ্যোগে সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়ে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) অ্যানা বেজার্ড বলেন, গত দুই বছর যাবৎ বিশ্ব অর্থনীতি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। প্রত্যেক দেশের অর্থনীতিতে এর প্রভাব পড়েছে। বাংলাদেশ এই চ্যালেঞ্জের বাইরে নয়। 

বৈঠকে অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার, ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী, বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজারসহ সংস্থাটির ঢাকা অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০০৮ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন