হোম > জাতীয়

ঢাকায় পৌঁছেছেন ব্রুনেইয়ের সুলতান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসে পৌঁছেছেন ব্রুনেইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ। বিমানবন্দরে সুলতানকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আজ শনিবার দুপুর আড়াইটার দিকে সুলতানকে বহনকারী একটি ভিভিআইপি ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে সশস্ত্র বাহিনীর একটি দল তাঁকে গার্ড অব অনার দেবে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যৌথ আমন্ত্রণে তাঁর এই সফর বলে কূটনীতিকেরা জানিয়েছেন। সুলতান বলকিয়াহর এটাই প্রথম বাংলাদেশ সফর। এর আগে ২০১৯ সালে ব্রুনেই সফর করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন ব্রুনেইয়ের সুলতান। সেখানে তিনি বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সাভার থেকে তিনি হোটেল ইন্টারকন্টিনেন্টালে যাবেন। ঢাকা সফরকালে তিনি এই হোটেলেই অবস্থান করবেন।

আজ সন্ধ্যা ৬টায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ব্রুনেইয়ের সুলতানের সঙ্গে হোটেলে সাক্ষাৎ করবেন। এরপর সুলতান বলকিয়াহ সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে বৈঠক করবেন। পরে সুলতানের সম্মানে নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবেন রাষ্ট্রপতি।

আগামীকাল রোববার সকালে সুলতান ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। একই দিন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর তেজগাঁও কার্যালয়ে বৈঠক করবেন।

বৈঠকের পর সুলতান ও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই দেশের মধ্যে বিমান চলাচল, বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়া এবং দুই দেশের নাবিকদের সনদের স্বীকৃতিসহ বিভিন্ন বিষয়ে পাঁচটি চুক্তি ও সমঝোতা স্মারকে স্বাক্ষর করা হতে পারে। সুলতান বলকিয়াহ ১৭ অক্টোবর ঢাকা ত্যাগ করবেন।

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০০৮ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন