প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, বিচারপতি নিয়োগে আইন করা অপরিহার্য। তাহলে বিচারপতি নিয়োগের কাজটি আরও স্বচ্ছ ও দ্রুত হবে এবং জনগণের মধ্যে বিচারপতি নিয়োগে স্বচ্ছতা সম্পর্কে ভিত্তিহীন ধারণা দূর হবে। আজ বুধবার আপিল বিভাগে বিদায়ী সংবর্ধনায় এসব কথা বলেন তিনি।
প্রধান বিচারপতি বলেন, মামলার সংখ্যার বিচারে বিচারকের সংখ্যা অপ্রতুল। মামলার জট নিরসনে অধস্তন আদালত থেকে সর্বোচ্চ আদালত পর্যন্ত বিচারকের সংখ্যা দ্বিগুণ করা প্রয়োজন।
শেষ কর্মদিবসে প্রধান বিচারপতিকে সংবর্ধনা দিয়েছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়। বারের পক্ষে সহসভাপতি শফিক উল্লাহ সংবর্ধনা দেন।
তবে বিএনপিপন্থী আইনজীবীরা তা বর্জন করেন। পরে বারের ব্যানারে সংবাদ সম্মেলন করেন, সম্পাদক রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, বারের সভাপতি নেই। সবকিছু জানানোর কথা সম্পাদককে। কিন্তু আমাকে কিছু জানানো হয়নি। বারকে অবজ্ঞার প্রতিবাদে আমরা সংবর্ধনা অনুষ্ঠান বর্জন করলাম।
এদিকে সংবর্ধনা অনুষ্ঠানের পর আদালতে বিক্ষোভ করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। তারা বর্জন বর্জন বলে স্লোগান দেন।