গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে মাঠ প্রশাসন নিরপেক্ষতার দৃষ্টান্ত স্থাপন করছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ‘ভোটের শুরুটাও সুন্দর ছিল, শেষটাও চমৎকার ছিল।’
নির্বাচন ভবনে গাইবান্ধা উপনির্বাচন শেষে আজ বুধবার সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন সিইসি।
সিইসি বলেন, ‘গাইবান্ধা-৫ উপনির্বাচনের শুরুটাও সুন্দর ছিল, শেষটাও চমৎকার ছিল। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সেদিক থেকে নির্বাচনটা সফল হয়েছে। গড়ে ৩৫ শতাংশের মতো ভোট পড়েছে।’
ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণে কোনো ধীরগতি ছিল না উল্লেখ করে সিইসি বলেন, এ কারণে তেমন কোনো অভিযোগও আসেনি।
এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচন নিয়ে অসন্তুষ্ট হতাম, যদি কেউ বলত, ভোট দিতে যেতে বাধা দিচ্ছে। প্রচণ্ড শীতের কারণে ভোটার কম হয়েছে বলে মনে হয়েছে।’
সিইসি আরও বলেন, ‘সুষ্ঠু নির্বাচনে সিসি ক্যামেরা ইতিবাচক ভূমিকা পালন করবে। সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করব কি করব না, সে সিদ্ধান্ত এখনো নিইনি।’
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মাঠে যে প্রশাসন আছে, পুলিশ প্রশাসন দায়িত্বে থাকবে, তাদের ওপর আমাদের নজরদারি থাকবে। ভোটে অত্যন্ত নিরপেক্ষ থেকে যে পুলিশ, প্রশাসন ও আমাদের কর্মকর্তারা পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করেছেন, আজকেও দৃষ্টান্ত স্থাপন করেছে।’