হোম > জাতীয়

সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের সিদ্ধান্ত ভুল ছিল: শফিকুল আলম

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি

গণ-অভ্যুত্থানে সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার সচিবালয়ে প্রবেশে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের সিদ্ধান্ত ভুল ছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রাজধানীর সিরডাপ মিলনায়তনে আজ বৃহস্পতিবার (২৬ জুন) সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ আয়োজিত গণমাধ্যমের স্বাধীনতা: সাংবাদিকদের সুরক্ষা ও আইনি কাঠামো বিশ্লেষণ শীর্ষক সেমিনারে শফিকুল আলম এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, ‘অ্যাক্রিডিটেশন কার্ডের যেটা আসছে, আমরা বলছি হ্যাঁ এটা একটা আমাদের ইয়েটা (পদক্ষেপ) ভুল ছিল। তারপরেও কোনো সাংবাদিক, কোনো প্রতিষ্ঠান কি বলতে পারবে, সচিবালয়ে সাংবাদিকের প্রবেশ আমরা বন্ধ রেখেছি?’

প্রেস সচিব বলেন, ‘আমার জানামতে প্রায় ৬০০ সাংবাদিক সচিবালয়ে প্রবেশের অ্যাকসেস পেয়েছেন। তাঁরা যাচ্ছেন, রিপোর্ট করছেন, আমরা তেমন কোনো কমপ্লেইন পাচ্ছি না। তবে এই কাজটা স্লো হয়ে গেছে। সবাইকে খুব দ্রুত অ্যাক্রিডিটেশন দেওয়া উচিত।’

সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের পর এই কার্ড দেওয়ার জন্য একটি কমিটি করে সরকার। ওই কমিটির পরামর্শ অনুযায়ী শিগগির সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

তিনি বলেন, ‘কমিটির কিছু পরামর্শ ছিল। সেগুলো বাস্তবায়ন করলে আমার মনে হয়, এই অবস্থা আরও ভালো জায়গায় যাবে। আমরা চাচ্ছি যে সাংবাদিক যেন তিন বছরের অ্যাক্রিডিটেশন পান এবং তাঁর ফ্রি অ্যাকসেস থাকে।’

আজ রাতে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলে নৌযান চলাচল বন্ধ

৬ শিক্ষানবিশ এএসপিকে চাকরি থেকে অপসারণ

সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের ‘অতিরঞ্জিত’ মন্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের

নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রথম আলো–ডেইলি স্টার কার্যালয় পরিদর্শন করলেন নৌপরিবহন উপদেষ্টা

মনোনয়নপত্রে সন্তানের আয়ের তথ্য দেওয়া ঐচ্ছিক—বিএনপির সঙ্গে বৈঠকের পর ইসির চিঠি

অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

হাদির খুনিদের আশ্রয় দেওয়া দুই ভারতীয়কে আটক করেছে মেঘালয় পুলিশ: ডিএমপি

হাদি হত্যাকাণ্ড: ফয়সাল ও তাঁর সহযোগী ভারতে পালিয়েছেন—জানাল ডিএমপি

শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী