হোম > জাতীয়

সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের সিদ্ধান্ত ভুল ছিল: শফিকুল আলম

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি

গণ-অভ্যুত্থানে সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার সচিবালয়ে প্রবেশে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের সিদ্ধান্ত ভুল ছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রাজধানীর সিরডাপ মিলনায়তনে আজ বৃহস্পতিবার (২৬ জুন) সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ আয়োজিত গণমাধ্যমের স্বাধীনতা: সাংবাদিকদের সুরক্ষা ও আইনি কাঠামো বিশ্লেষণ শীর্ষক সেমিনারে শফিকুল আলম এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, ‘অ্যাক্রিডিটেশন কার্ডের যেটা আসছে, আমরা বলছি হ্যাঁ এটা একটা আমাদের ইয়েটা (পদক্ষেপ) ভুল ছিল। তারপরেও কোনো সাংবাদিক, কোনো প্রতিষ্ঠান কি বলতে পারবে, সচিবালয়ে সাংবাদিকের প্রবেশ আমরা বন্ধ রেখেছি?’

প্রেস সচিব বলেন, ‘আমার জানামতে প্রায় ৬০০ সাংবাদিক সচিবালয়ে প্রবেশের অ্যাকসেস পেয়েছেন। তাঁরা যাচ্ছেন, রিপোর্ট করছেন, আমরা তেমন কোনো কমপ্লেইন পাচ্ছি না। তবে এই কাজটা স্লো হয়ে গেছে। সবাইকে খুব দ্রুত অ্যাক্রিডিটেশন দেওয়া উচিত।’

সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের পর এই কার্ড দেওয়ার জন্য একটি কমিটি করে সরকার। ওই কমিটির পরামর্শ অনুযায়ী শিগগির সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

তিনি বলেন, ‘কমিটির কিছু পরামর্শ ছিল। সেগুলো বাস্তবায়ন করলে আমার মনে হয়, এই অবস্থা আরও ভালো জায়গায় যাবে। আমরা চাচ্ছি যে সাংবাদিক যেন তিন বছরের অ্যাক্রিডিটেশন পান এবং তাঁর ফ্রি অ্যাকসেস থাকে।’

বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির বৈঠক

বদলে যাচ্ছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম, স্বাস্থ্যতে একত্রীকরণ

আন্দোলনের সময় রামপুরায় ২৫ মার্চের মতো হত্যাযজ্ঞ চালানো হয়: চিফ প্রসিকিউটর

লুট হওয়া অস্ত্র নির্বাচনের আগে উদ্ধারের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব

সাবেক গভর্নর ড. আতিউরসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চানখাঁরপুলে ৬ হত্যা মামলার রায় আজ হচ্ছে না, নতুন তারিখ ২৬ জানুয়ারি

মানবতাবিরোধী অপরাধ: চানখাঁরপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় আজ

৫৯ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সংসদ ও গণভোটকে সামনে রেখে ইসির নতুন কর্মপরিকল্পনা

নারায়ণগঞ্জে হত্যাকাণ্ডের মামলায় শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল