হোম > জাতীয়

জুনের মধ্যে সংসদীয় আসন পুনর্গঠন, পেছাল ৬১ স্থানীয় সরকার নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচন কমিশন (ইসি) আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসন পুনর্গঠন সম্পর্কিত শুনানি গত সোমবার (৮ মে) শেষ করেছে। পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে আগামী জুনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 

আজ রোববার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে ইসি সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান। 

পার্বত্য চট্টগ্রামে আসনসংখ্যা বাড়ানোর কোনো সম্ভাবনা আছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে বাস্তবতা হচ্ছে সংসদের আসনসংখ্যা ৩০০ টি। এর বেশি আসন তৈরি ও সেখানে ভোট গ্রহণের সুযোগ নির্বাচন কমিশনের নেই।’ 

এ ছাড়া নির্বাচন কমিশন আগামী জুন মাসের মাঝামাঝি নাগাদ ৬১টি পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে। 

ঈদুল আজহা এবং এইচএসসি পরীক্ষার কারণে স্থানীয় সরকারের এসব নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে জানিয়ে ইসি সচিব বলেন, ‘আগামী সপ্তাহে এসব নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।’ জাহাংগীর আলম আরও বলেন, ‘পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের একেকটির নির্বাচন একেক সময় হবে। জুনের মাঝামাঝি নাগাদ অনেক ইউনিটের নির্বাচন হবে। আগামী সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট ইউনিটগুলোর ভোটের তফসিল দেওয়া হবে।’ 

গাজীপুর সিটি ভোটের প্রস্তুতি প্রসঙ্গে ইসি সচিব বলেন, ‘নির্বাচন কমিশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাকে সব সাহায্য-সহযোগিতা দিয়ে থাকে। আমরা তাঁকে সহায়তা দেব। ইভিএম ও জনবলের সহায়তা আমরা দেব। বাকি কাজটা রিটার্নিং কর্মকর্তা করবেন।’ সব সিটি করপোরেশন ভোট আয়োজনের জন্য ইসি প্রস্তুত বলেও উল্লেখ করেন এ কর্মকর্তা।

২০২৫ সালজুড়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে ‘মব সন্ত্রাস’: আইন ও সালিশ কেন্দ্র

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

‘খালেদা জিয়াকে এভাবে বিদায় দিতে হবে ভাবিনি’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ

বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল