হোম > জাতীয়

নিজের প্রার্থিতা ফিরে পেতে ও জাপার চুন্নুরটা বাতিলে নৌকার প্রার্থীর আপিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিজের প্রার্থিতা ফেরত পেতে নির্বাচন কমিশনে আপিল করেছেন কিশোরগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাসিরুল ইসলাম খান আওলাদ। পাশাপাশি তিনি জাতীয় পার্টির মহাসচিব এবং একই আসনে দলটির মনোনীত প্রার্থী মো. মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল চেয়েও আপিল করেছেন।

আজ শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নাসিরুল হক নিজের প্রার্থিতা ফিরে পাওয়ার আপিল করার সময় চুন্নুর প্রার্থিতা বাতিলের আপিলও করেন। আজ চতুর্থ দিনের মতো আপিল গ্রহণ চলছে।

নাসিরুল ইসলাম খান আপিলে উল্লেখ করেন, ‘রাজধানীর পুরানা পল্টনে রূপালী ব্যাংকের করপোরেট শাখা থেকে ৫ কোটি ৭০ লাখ টাকা ঋণের বিপরীতে গ্যারান্টার মো. মজিবুল হক দীর্ঘদিন ঋণখেলাপি হিসেবে আছেন। অতএব, তিনি কীভাবে এমপি মনোনয়নের জন্য আবেদন করতে পারেন? তাঁর মনোনয়ন আইন মোতাবেক বাতিলযোগ্য।’ 

আপিলে নাসিরুল ইসলাম আরও উল্লেখ করেন, ‘তিনি (মুজিবুল হক চুন্নু) বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট গোপন করে মনোনয়নের জন্য কাগজপত্র দাখিল করেছেন’ অভিযোগে জরুরি ভিত্তিতে বিষয়টির তদন্ত হওয়া দরকার বলেও দাবি করেন এই নৌকার প্রার্থী।

এর আগে গত ও ডিসেম্বর কিশোরগঞ্জ-৩ আসনে (করিমগঞ্জ-তাড়াইল) হলফনামায় মামলার তথ্য গোপন করায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাসিরুল ইসলাম খান আওলাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। সেদিন বিকেল ৪টার দিকে মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।

শান্তিরক্ষা মিশনে দক্ষিণ সুদানে যাত্রা করলেন নৌবাহিনীর ৭১ সদস্য

জানুয়ারির মাঝামাঝি সাংবাদিকদের মহাসম্মেলনের ঘোষণা নোয়াব সভাপতির

বাংলাদেশ-ভারত উত্তেজনা আর বাড়তে না দেওয়ার আহ্বান রাশিয়ার রাষ্ট্রদূতের

হজ প্যাকেজের অবশিষ্ট টাকা জমা দিতে হবে ৩১ ডিসেম্বরের মধ্যে

বিএনপি মনোনীত প্রার্থীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

হাদি হত্যাকাণ্ড: বেশ অগ্রগতি হয়েছে, মূল হোতাকে খুঁজে বের করার চেষ্টা চলছে

হাদি হত্যার পুলিশ প্রতিবেদন আসার ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করা হবে: আইন উপদেষ্টা

ভোটের দিন যত এগিয়ে আসবে, ভয় তত কেটে যাবে: সিইসি

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলায় গ্রেপ্তার ১৭: ডিএমপি

তারা মধ্যযুগীয় কায়দায় পুড়িয়ে মারতে চেয়েছে: নূরুল কবীর