হোম > জাতীয়

সিলেটের শাহপরান থানার ওসির হাইকোর্টে ক্ষমা প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: সিলেটের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান হাইকোর্টের নির্দেশনা না মানায় ক্ষমা প্রার্থনা করেছেন। আজ সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. ইকবাল কবিরের ভার্চ্যুয়াল বেঞ্চে সশরীরে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে ক্ষমা চান তিনি।

আদালত ওসিকে ক্ষমা করে অভিযোগ থেকে অব্যাহতি দেন। একই সঙ্গে এ ধরনের কাজ না করতে সতর্ক করেন।

গত ৮ জুন একটি মামলার শুনানির সময় আদালত তাঁকে তলব করেন। ১৪ জুন সশরীরে হাজির হয়ে আদালতের নির্দেশ কেন অমান্য করা হয়েছে, সে বিষয়ে উপযুক্ত কারণ ব্যাখ্যা দিতে নির্দেশ দেন।

ডাকাতি মামলার এক আসামির জামিন শুনানিতে এই নির্দেশনা দেওয়া হয়। এর আগে ২০১৮ সালে ডাকাতির মামলায় মোহাম্মদ ইউসুফ নামে এক আসামি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানান। সেই আবেদনের শুনানি নিয়ে গত ৯ মার্চ ডাকাতি মামলার তদন্তের অগ্রগতি জানাতে সিলেটের শাহপরান থানার ওসিকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

পরবর্তী সময়ে ওসিকে হাইকোর্টের আদেশের বিষয়টি অবহিত করা হলে তিনি এক দিনের মধ্যেই তদন্তের অগ্রগতির বিষয়ে সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমানকে জানাবেন বলে আশ্বাস দেন। কিন্তু এর পর থেকে ফোন এবং ই-মেইল করেও জবাব না পাওয়ায় বিষয়টি আদালতের নজরে আনা হয়। এরই ধারাবাহিকতায় আদালত এ বিষয়ে শুনানি নিয়ে ওসিকে তলব করেন।

ওসি আদালতে হাজির হয়ে বলেন, করোনা প্রাদুর্ভাবের কারণে প্রতিবেদন দাখিল করতে দেরি হয়েছে। 

ওসমান হাদিকে গুলি: উদ্বেগ-শঙ্কায় জুলাই যোদ্ধারা নিরাপত্তার আশ্বাস সরকারের

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

বিজয়ের পূর্বক্ষণে বেছে বেছে হত্যা করা হয় বুদ্ধিজীবীদের

সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

সিইসি ও চার নির্বাচন কমিশনারের বিশেষ নিরাপত্তা চেয়ে ডিএমপিকে ইসির চিঠি

হাদির ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানালেন রোকেয়া পদকজয়ীরা

সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, যুদ্ধ চলমান: আইএসপিআর

মানবাধিকার কমিশন অধ্যাদেশ আমলাতন্ত্রের হাতে জিম্মি: টিআইবি

মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীদের যা যা মানতে হবে

ঋণ নয়, ক্ষতিপূরণ চাই—জলবায়ু সমাবেশে ধনী দেশগুলোকে বক্তারা