হোম > জাতীয়

সিলেটের শাহপরান থানার ওসির হাইকোর্টে ক্ষমা প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: সিলেটের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান হাইকোর্টের নির্দেশনা না মানায় ক্ষমা প্রার্থনা করেছেন। আজ সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. ইকবাল কবিরের ভার্চ্যুয়াল বেঞ্চে সশরীরে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে ক্ষমা চান তিনি।

আদালত ওসিকে ক্ষমা করে অভিযোগ থেকে অব্যাহতি দেন। একই সঙ্গে এ ধরনের কাজ না করতে সতর্ক করেন।

গত ৮ জুন একটি মামলার শুনানির সময় আদালত তাঁকে তলব করেন। ১৪ জুন সশরীরে হাজির হয়ে আদালতের নির্দেশ কেন অমান্য করা হয়েছে, সে বিষয়ে উপযুক্ত কারণ ব্যাখ্যা দিতে নির্দেশ দেন।

ডাকাতি মামলার এক আসামির জামিন শুনানিতে এই নির্দেশনা দেওয়া হয়। এর আগে ২০১৮ সালে ডাকাতির মামলায় মোহাম্মদ ইউসুফ নামে এক আসামি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানান। সেই আবেদনের শুনানি নিয়ে গত ৯ মার্চ ডাকাতি মামলার তদন্তের অগ্রগতি জানাতে সিলেটের শাহপরান থানার ওসিকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

পরবর্তী সময়ে ওসিকে হাইকোর্টের আদেশের বিষয়টি অবহিত করা হলে তিনি এক দিনের মধ্যেই তদন্তের অগ্রগতির বিষয়ে সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমানকে জানাবেন বলে আশ্বাস দেন। কিন্তু এর পর থেকে ফোন এবং ই-মেইল করেও জবাব না পাওয়ায় বিষয়টি আদালতের নজরে আনা হয়। এরই ধারাবাহিকতায় আদালত এ বিষয়ে শুনানি নিয়ে ওসিকে তলব করেন।

ওসি আদালতে হাজির হয়ে বলেন, করোনা প্রাদুর্ভাবের কারণে প্রতিবেদন দাখিল করতে দেরি হয়েছে। 

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন