হোম > জাতীয়

ঈদযাত্রায় সেতুতে ইটিসি টোল বুথ চালু রাখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পদ্মা সেতুর মুন্সিগঞ্জ প্রান্তের টোল প্লাজায় মোটরসাইকেলের দীর্ঘ সারি। ছবি: আজকের পত্রিকা

ঈদযাত্রা আরও মসৃণ ও নির্বিঘ্ন করতে দেশের বড় বড় সেতুগুলোর উভয় প্রান্তে থাকা ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম (ইটিসি) চালু রাখার নির্দেশ দিয়েছে। গতকাল মঙ্গলবার আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সেতু ব্যবহারকারী যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সেতু বিভাগের প্রস্তুতিমূলক সভায় এসব কথা বলেন সেতুসচিব মোহাম্মদ আব্দুর রউফ। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

মোহাম্মদ আবদুর রউফ বলেছেন, ‘ঈদে ঘরমুখো মানুষের যাত্রাপথে সেতুর উভয় প্রান্তে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম অর্থাৎ ইটিসি টোল বুথ চালু রাখাতে হবে। যাতে করে ইটিসি কার্ডধারী গাড়িগুলো নির্বিঘ্নে দ্রুত সেতু পার হতে পারে।’

এ ছাড়া, সেতু বিভাগের আওতাধীন সকল সেতু/স্থাপনায় সার্ভেল্যান্স সিস্টেমের মাধ্যমে গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে ট্র্যাফিক পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি এবং মনিটরিং এর জন্য টোল প্লাজা ও টোল বুথে সিসিটিভি ক্যামেরা চালু রাখার জন্য নির্দেশনা প্রদান করেন সেতু সচিব।

সভায় সেতু সচিব বলেন, ‘দ্রুত টোল পরিশোধের সুবিধার্থে টোল বুথে প্রয়োজনীয় অঙ্কের ভাংতি টাকা রাখা এবং ঈদ যাত্রায় ফিটনেসবিহীন/লাইসেন্সবিহীন গাড়ি সেতু/স্থাপনাতে ও সড়কে চলাচল করার কারণে যেন যানজট সৃষ্টি না হয় সে বিষয়ে গাড়ির মালিক, গাড়িচালক ও যাত্রীসাধারণের সহযোগিতা চাই।’

সভায় সিমেন্ট, রড, পাথর ও বালু বহনকারী ট্রাকসমূহ ঈদুল আজহার আগে ও পরে ৭ দিন চলাচল সীমিত রাখা এবং ৩ দিন আগে থেকে চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়। তবে খাদ্যদ্রব্য, ওষুধ, জ্বালানি, পচনশীল নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহনকারী গাড়িগুলোর পণ্য পরিবহন এবং নির্মাণকাজে যেন বিঘ্ন না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সচিব নির্দেশনা প্রদান করেন।

পাশাপাশি কোরবানির পশু বহনকারী গাড়িগুলোকে ওজনকারী মেশিন ওয়েইং স্কেল মেশিনের আওতামুক্ত রাখা এবং রাস্তায় চুরি, ছিনতাই, ডাকাতির ঘটনা বিবেচনায় কোরবানির পশু ব্যবসায়ী ও যাত্রী সাধারণের নিরাপত্তা নিশ্চিতকল্পে স্থানীয় প্রশাসন ও পুলিশের বিভিন্ন বিভাগের সহযোগিতা চান।

বোরো ধানের মৌসুম: সেচ মৌসুমে জ্বালানিতে টান

রাজবাড়ীতে গণপিটুনিতে অমৃত মন্ডল নিহতের ঘটনা সাম্প্রদায়িক হামলা নয়: প্রেস উইং

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

বড়দিনে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীর দোষ স্বীকার

বিমানবন্দর-৩০০ ফুট-গুলশানসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

আজ শুভ বড়দিন

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী

জুলাই অভ্যুত্থানে চানখাঁরপুলে হত্যাকাণ্ডের রায় ২০ জানুয়ারি