হোম > জাতীয়

গণতন্ত্র-মানবাধিকার বিষয়ে উদ্বেগ নিয়ে সরকারের সঙ্গে কাজ করবে ইইউ: রাষ্ট্রদূত 

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র, নির্বাচন, শ্রমমান ও মানবাধিকার বিষয়ে উদ্বেগ নিয়ে সরকারের সঙ্গে কাজ করবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কী করে সঠিক পথে রাখা যায়, সেই প্রচেষ্টাও চলতে থাকবে।

আজ বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা বলেন ইইউ রাষ্ট্রদূত। 

সরকারের বর্তমান মেয়াদে ইইউর সঙ্গে সম্পর্কের ধরনে পরিবর্তন আসতে পারে—এমন আভাস দেন চার্লস হোয়াইটলি। 

বাংলাদেশের সঙ্গে ইইউর সম্পর্ক আগে ছিল উন্নয়ন সহযোগিতার—এমনটা জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ভবিষ্যতে এই সম্পর্ক চালিত হবে অংশীদারত্ব ও পারস্পরিক সহযোগিতার জন্য একটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে।

প্রধানত রাজনৈতিক ধাঁচের এই সম্পর্কে নিজেদের পররাষ্ট্রনীতি, দুই পক্ষ কীভাবে অভিন্ন অগ্রাধিকারের বিষয়গুলোয় প্রভাব বজায় রাখতে পারে, এমন বিষয়গুলোও অন্তর্ভুক্ত থাকবে বলে জানান রাষ্ট্রদূত।

দুই পক্ষ শিগগির ‘অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি’ নিয়ে আলোচনা শুরু করবে বলে রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন।

এর অর্থ কি এই যে ইইউ নির্বাচন নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছিল, তা থেকে সরে যাচ্ছে—এমন প্রশ্নে রাষ্ট্রদূত বলেন, ‘বিষয়টি এমন নয়। আগামী বছরগুলোয় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক যাতে সঠিক পথে রাখা যায়, তা নিশ্চিত করার জন্য ইইউ কাজ করছে।’ 

নির্বাচনের সময় ইইউর যে বিশেষজ্ঞ দলটি বাংলাদেশে ছিল, তারা এখনো ঢাকায় কাজ করছে—এমন তথ্য দিয়ে রাষ্ট্রদূত বলেন, ‘এই দলের প্রতিবেদনটি প্রকাশ করা হবে। প্রতিবেদনে যে সুপারিশ আসবে, তা নিয়ে ইইউ কাজ করবে। যেখানে প্রয়োজন সম্পৃক্ত হবে।’

গ্লোবাল গেটওয়েতে বাংলাদেশের যুক্ত হওয়া প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের লক্ষ্য অর্জনে বাংলাদেশের সঙ্গে সহযোগিতাকে ইইউ একটি পরীক্ষামূলক উদ্যোগ হিসেবে তৈরি করতে চায়। 

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ পরে সাংবাদিকদের বলেন, মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের নিজ দেশে পূর্ণ নাগরিক অধিকার ও মর্যাদার সঙ্গে ফিরিয়ে নেওয়াই সমস্যার একমাত্র সমাধান।

এ ক্ষেত্রে ইইউ ও সংস্থাটির সদস্য রাষ্ট্রগুলোকে তাদের সহযোগিতা বাড়াতে তাগিদ দেওয়া হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

নির্বাচনী দায়িত্ব: যানবাহন ও মনোবলে ঘাটতি নিয়ে মাঠে নামছে পুলিশ

ডাক ও টেলিযোগাযোগের ১৫ বছরের অনিয়মের শ্বেতপত্র প্রকাশ

গণপ্রতিরক্ষার একটি শক্তিশালী স্তম্ভ ভিডিপি: মহাপরিচালক

গুম করে হত্যার পর দাফন করা হতো ঢাকার বাইরে, মুন্সিগঞ্জে দুই হাত বাঁধা ও মাথায় গুলিবিদ্ধ লাশ: কমিশন

প্রার্থীদের হলফনামা ‘সন্দেহজনক’ হলে খতিয়ে দেখবে দুদক

‘অসত্য ও বিভ্রান্তিকর’ তথ্য পরিবেশন নিয়ে সতর্ক করলেন সুপ্রিম কোর্ট

অন্তর্বর্তী সরকারের মেয়াদে শাহজালালের থার্ড টার্মিনাল চালু হচ্ছে না: শেখ বশিরউদ্দীন

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের প্রায় ৬ একর জমি ক্রোক, ৩টি গাড়ি জব্দের নির্দেশ

স্ত্রীসহ সাবেক এমপি নূর মোহাম্মদ ও বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সলিম উল্লাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ভেনেজুয়েলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ, কূটনীতি ও সংলাপে জোর