হোম > জাতীয়

নৌ পুলিশের ৫ দিনের অভিযানে জেলেসহ গ্রেপ্তার ২২৩

আজকের পত্রিকা ডেস্ক­

নৌ-পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দসহ ২২৩ জনকে আটক করা হয়েছে। ছবি: সংগৃহীত

দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথের নিরাপত্তা নিশ্চিত করতে নৌ-পুলিশের চলমান অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল, মাছ ও মাছের পোনা জব্দ করা হয়েছে। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২২৩ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়াও অভিযানের সময় চারটি মরদেহ উদ্ধার করা হয়।

নৌপুলিশ জানিয়েছে, গত পাঁচ দিনে পরিচালিত এ অভিযানে ১ কোটি ২৮ লাখ ৯৪ হাজার ৭৯৫ মিটার নিষিদ্ধ জাল, ১ হাজার ৮৪৩ কেজি মাছ, ১২ লাখ ৪৬ হাজার পিস চিংড়ির রেণু পোনা এবং ১০ লাখ ৬৩ হাজার পিস রেণু পোনা উদ্ধার করা হয়েছে। অভিযানকালে নৌ পুলিশ নদী থেকে ৭৯টি ঝোপঝাড় ধ্বংস করে এবং বৈধ কাগজপত্র না থাকায় ৫৭টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করে। এ ছাড়া ৯টি অবৈধ ড্রেজার জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ২৬টি মৎস্য আইন,৪টি বালুমহাল, ৫টি বেপরোয়া চলাচল, ৩টি চাঁদাবাজি, একটি অপমৃত্যু, একটি ডাকাতি প্রস্তুতি, একটি অস্ত্র আইন, দুটি হত্যা এবং একটি অন্যান্য মামলাসহ মোট ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।

নৌ-পুলিশ আরও জানিয়েছে, জব্দকৃত অবৈধ জাল ধ্বংস করা হয়েছে, উদ্ধারকৃত মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং মাছের রেণু পোনা পুনরায় পানিতে অবমুক্ত করা হয়েছে। দেশের জলজ সম্পদ রক্ষায় নৌ পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

পরিষদে রদবদল হচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়ে গুঞ্জন

নয়াদিল্লি, আগরতলা ও শিলিগুড়িতে ভিসা কার্যাক্রম বন্ধ

ভোটের জোট: আসন সমঝোতা শেষ পর্যায়ে

হামলা ও মব সহিংসতা: পুলিশের শীর্ষ পদগুলোয় রদবদল হতে পারে

নির্ধারিত সময়েই নির্বাচন হবে: মার্কিন বিশেষ দূতকে প্রধান উপদেষ্টা

হিন্দুত্ববাদী বিক্ষোভের মুখে শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ

‎পুলিশ সদর দপ্তরে ৬ ডিআইজিকে রদবদল

এবার দিল্লি ও আগরতলায় ভিসা কার্যক্রম ‘সাময়িক বন্ধ’ করল বাংলাদেশ