হোম > জাতীয়

দেশে বিদেশি কর্মী কত, জানতে চাইলেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে বিদেশি কর্মী কত, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে দেশের বিভিন্ন কর্মক্ষেত্রে যেসব বিদেশি কর্মী কাজ করছেন, তাঁরা কোন পথে বাংলাদেশ থেকে টাকা নিয়ে যান—তা তদন্ত করে প্রতিবেদন দিতেও নির্দেশ দিয়েছেন আদালত। 

এ–সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম সারোয়ার হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। 

ব্যারিস্টার সারোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, কত বিদেশি কর্মী বাংলাদেশে আছেন, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে অবৈধ বিদেশিদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নিতে ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। 

এর আগে গত বছর ১৯ নভেম্বর আইনি নোটিশ দেন ঢাকার বাসিন্দা মোয়াহতাসিম ইসলাম, নওশিন নাওয়ার নূরজাহান, মুমতাহিনা আলম ও মাইশা মুনাওয়ারা। তাঁদের মধ্যে দুজন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে চাকরিপ্রত্যাশী বলে জানান রিটকারী আইনজীবী। তবে নোটিশে সাড়া না পেয়ে গত ২০ মে হাইকোর্টে রিট করেন তাঁরা। 

রিটে অর্থসচিব, পররাষ্ট্রসচিব, স্বরাষ্ট্রসচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও অতিরিক্ত মহাপরিদর্শককে বিবাদী করা হয়।

রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

ভারতীয় হাইকমিশনারকে তলব করে হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারের অনুরোধ

ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

গুমের মামলায় হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ ডিসেম্বর

বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে ইসি

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

ওসমান হাদিকে গুলি: উদ্বেগ-শঙ্কায় জুলাই যোদ্ধারা, নিরাপত্তার আশ্বাস সরকারের

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

বিজয়ের পূর্বক্ষণে বেছে বেছে হত্যা করা হয় বুদ্ধিজীবীদের