ঢাকার অপরাধ জগতের ত্রাস, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে আটক করেছে সেনাবাহিনী। আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়া শহরের কালীশংকরপুর এলাকায় তিন ঘণ্টার এক শ্বাসরুদ্ধকর অভিযানে সহযোগীসহ তাঁকে আটক করা হয়। সরকারের একটি দায়িত্বশীল সূত্র আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বিকেল ৫টায় সংবাদ সম্মেলন করে অভিযানের বিস্তারিত জানানো হবে।
সেনাসদর থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, আজ শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন আটক সম্পর্কিত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে বিকেল ৫টায়। ব্রিফিং অনুষ্ঠিত হবে বনানী রেল ক্রসিং ও রেডিসনের মাঝামাঝি ঢাকা সেনানিবাসে স্টাফ রোডের মেস-এ-তে।
এদিকে কুষ্টিয়া শহরের বাসিন্দারা জানান, আজ ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত কালীশংকরপুর এলাকার সোনার বাংলা মসজিদের পাশের একটি তিনতলা বাড়ি ঘিরেন রাখে সেনাবাহিনীর সদস্যরা। সেনাবাহিনীর কমপক্ষে পাঁচটি গাড়ি অভিযানে অংশ নেয় এবং বাড়ির নিচতলা ও আশপাশের এলাকায় দীর্ঘ সময় ধরে তল্লাশি চালানো হয়। অভিযান চালানো বাড়িটি স্থানীয় মীর মহিউদ্দিনের মালিকানাধীন। বাড়ির দ্বিতীয় ও তৃতীয় তলায় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মেস হিসেবে থাকেন। বাড়িটির নিচতলা থেকে দুজন ব্যক্তিকে আটক করে নিয়ে যায় সেনাবাহিনী।