হোম > জাতীয়

ড. ইউনূসের মামলা নিয়ে কোনো চাপে নেই দুদক: সচিব 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের মামলা নিয়ে কোনো চাপে নেই দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রতিষ্ঠানটি আইন অনুযায়ী কাজ করে, কোনো ব্যক্তির পরিচয় বিশেষভাবে দেখে না। এমনটাই মন্তব্য করেছেন সংস্থাটির সচিব মাহবুব হোসেন। আজ বৃহস্পতিবার নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৩৭ মিনিট থেকে বেলা ১০টা ৫৮ মিনিট পর্যন্ত প্রায় সোয়া এক ঘণ্টা ড. ইউনূসকে জিজ্ঞাসাবাদ করে দুদক। সংস্থাটির পরিচালক বেনজির আহমেদের নেতৃত্ব একটি টিম তাঁকে জিজ্ঞাসাবাদ করে। পরে ড. ইউনূসকে জিজ্ঞাসাবাদের বিষয়ে প্রশ্ন করা হলেও তিনি সে বিষয়ে কোনো বক্তব্য দেননি। তাঁর পরিবর্তে কথা বলেন আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। 

ড. ইউনূসের জিজ্ঞাসাবাদের বিষয়ে দুদক সচিব মাহবুব হোসেন বলেন, ‘যখন কারও বিরুদ্ধে অভিযোগ থাকে, যার বিরুদ্ধে অভিযোগ থাকে—তাঁর অবস্থানটি তিনি যেন পরিষ্কার করতে পারেন সে জন্যই তাঁকে বক্তব্য দিতে ডাকা হয়।’ 

ইউনূসকে নিয়ে আপনারা কোনো চাপে আছেন কিনা এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘কোনো চাপ নেই। দুর্নীতি দমন কমিশন আইন ও বিধি অনুসারে কাজ করে। এখানে ব্যক্তি পরিচয় দেখার সুযোগ নেই।’ 

ড. ইউনূসের আইনজীবীর বক্তব্য অনুসারে, এটি শ্রম আদালতের ফৌজদারি অংশ। এ ক্ষেত্রে দুদকে কি কারও ইশারায় কাজ করছে?—এমন এক প্রশ্নের জবাবে মাহবুব হোসেন বলেন, ‘আমি একটু আগে বললাম, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর প্রাথমিকভাবে এই অভিযোগের সত্যতা পেয়েছে। এটি আমাদের তফসিলভুক্ত। তদন্ত শেষ হওয়ার আগে এই বিষয়ে বাড়তি মন্তব্যের সুযোগ নেই।’ 

অভিযোগ ভিত্তিহীন কিনা এমন এক প্রশ্নের জবাবে দুদক সচিব বলেন, ‘অভিযোগটি দুদক করেনি। গ্রামীণ টেলিকমের কর্মচারীদের পাওনার যে বিষয়টি ছিল, তারা যেটি পাননি—সেই মর্মে অভিযোগ করেছেন। তারা কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরে কাছে আপত্তি করে অভিযোগ করেন। কলকারখানা পরিদর্শন পরিদপ্তর সত্যতা পাওয়ার পর এটি দুর্নীতি দমন কমিশনের কাছে প্রেরণ করে। দুদকের তফসিলভুক্ত হওয়ায় তদন্ত চলছে। দুর্নীতি দমন কমিশন পরবর্তী অনুসন্ধান শেষে মামলাটি হয়েছে। আইনগতভাবে এখানে হয়রানির সুযোগ নেই।’ 

ইউনূসের দাবি সম্পর্কে জানতে চাইলে মাহবুব হোসেন বলেন, ‘আমাদের তদন্তকারী কর্মকর্তা বিবাদী যেন ন্যায় বিচার পান সে কারণে তিনি চিঠি দিয়ে তাদের (ড. ইউনূস) তলব করেছে। উনারা উনাদের সম্পৃক্ততার বিষয়টি উনাদের মতো করে বলেন। আমাদের তদন্তকারী কর্মকর্তা বিস্তারিত তথ্য সংগ্রহ করবেন। শেষ পর্যায়ে প্রতিবেদন দেবেন। প্রতিবেদন প্রাপ্তির আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। মামলা হওয়ার পর একজন তদন্তকারী কর্মকর্তা কার্যবিধি সম্পন্ন করেন। তদন্ত শেষ না হওয়ার আগে এটি আমাদের কোনোভাবেই জানার সুযোগ নেই।’

প্রতিদিনই বিদেশি অস্ত্র উদ্ধার করা হচ্ছে, নির্বাচন নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

কুয়াশায় গাড়ি চালানো নিরাপদ করতে বিআরটিএর নির্দেশনা

‎সীমান্ত দিয়ে সন্ত্রাসীরা যেন পালাতে না পারে, সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

সাবসিডিয়ারি কোম্পানি গঠন করতে চায় বিআইডব্লিউটিসি

গণভোটের প্রচার: পরিবর্তনের চাবি আপনারই হাতে

আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, গতকাল পর্যন্ত নিয়েছেন ৩১৪৪ জন

আগামী মঙ্গলবার অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

আজ রাতে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলে নৌযান চলাচল বন্ধ

৬ শিক্ষানবিশ এএসপিকে চাকরি থেকে অপসারণ