হোম > জাতীয়

করোনায় বিমানের কর্মীদের বেতন কমানো হয়েছে, সংসদে বিমান প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: করোনা পরিস্থিতিতে বাংলাদেশ এয়ারলাইনেসর কর্মকর্তা ও কর্মচারীদের বেতন কমানো হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিচালক, পাইলট ও অন্যদের ক্ষেত্রে গ্রেড অনুযায়ী বেতন কর্তন করা হচ্ছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদে লক্ষ্মীপুর-১ আসনের সরকারদলীয় সাংসদ আনোয়ার হোসেন খানের প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এসব কথা বলেন। 

মাহবুব আলী বলেন, 'করোনা পরিস্থিতি মোকাবিলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনেসর কর্মকর্তা ও কর্মচারীদের বেতন কাটা হয়েছে। ২০২০ সালের এপ্রিল মাস থেকে পাইলট ব্যতীত প্লে গ্রুপ অনুযায়ী ১০ থেকে ২৫ শতাংশ হারে বেতন কাটা হয়েছে। পরে তা কমিয়ে চলতি বছরের মার্চে ১০ শতাংশ থেকে ১৫ শতাংশ করা হয়।

মাহবুব আলী আরও বলেন, 'বিমানের উড্ডয়ন ঘণ্টা এবং গ্রেড অনুযায়ী পাইলটদের মোট বেতন ২০২০ সালের এপ্রিল হতে ২৫ থেকে ৫০ শতাংশ কমানো হয়েছে। সর্বশেষ গত মার্চ থেকে তা কমিয়ে ১৫ থেকে ৪০ শতাংশ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরিচালকদের ক্ষেত্রে ২০২০ সালের এপ্রিলে ২৫ শতাংশ হারে কর্তন করা হয়। আর চলতি বছরের মার্চ থেকে কমিয়ে ১৫ শতাংশ হারে কর্তন করা হচ্ছে।' 

সরকারদলীয় সাংসদ এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী জানান, করোনা পরিস্থিতিতেও বাংলাদেশের সবগুলো অভ্যন্তরীণ রুটেই বর্তমানে তিনটি দেশি বিমান সংস্থার ফ্লাইট পরিচালিত হচ্ছে। সংস্থাগুলো হলো বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস বাংলা ও নভোএয়ার।

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ হাজার ৩৫৯, ৩৬ শতাংশ মোটরসাইকেল আরোহী

আগামী সরকারের বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ: সিপিডি

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের মার্কিন দূতাবাসমুখী মিছিলে পুলিশের বাধা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় বাংলাদেশের ‘বড় সাফল্য’: প্রধান উপদেষ্টার প্রেস উইং

গাজায় ট্রাম্প বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে জানালেন খলিলুর

বাংলাদেশিদের জন্য বি-১ ভিসা বন্ড পুনর্বিবেচনার আশ্বাস যুক্তরাষ্ট্রের

প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা

মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুনানি শুরু

যমুনায় নতুন সড়কসেতু: সম্ভাব্যতা সমীক্ষার পরামর্শক নিয়োগের প্রক্রিয়া শুরু

জাতীয় সংসদ নির্বাচন: ৭৬% প্রার্থী উচ্চশিক্ষিত