হোম > জাতীয়

করোনায় বিমানের কর্মীদের বেতন কমানো হয়েছে, সংসদে বিমান প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: করোনা পরিস্থিতিতে বাংলাদেশ এয়ারলাইনেসর কর্মকর্তা ও কর্মচারীদের বেতন কমানো হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিচালক, পাইলট ও অন্যদের ক্ষেত্রে গ্রেড অনুযায়ী বেতন কর্তন করা হচ্ছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদে লক্ষ্মীপুর-১ আসনের সরকারদলীয় সাংসদ আনোয়ার হোসেন খানের প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এসব কথা বলেন। 

মাহবুব আলী বলেন, 'করোনা পরিস্থিতি মোকাবিলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনেসর কর্মকর্তা ও কর্মচারীদের বেতন কাটা হয়েছে। ২০২০ সালের এপ্রিল মাস থেকে পাইলট ব্যতীত প্লে গ্রুপ অনুযায়ী ১০ থেকে ২৫ শতাংশ হারে বেতন কাটা হয়েছে। পরে তা কমিয়ে চলতি বছরের মার্চে ১০ শতাংশ থেকে ১৫ শতাংশ করা হয়।

মাহবুব আলী আরও বলেন, 'বিমানের উড্ডয়ন ঘণ্টা এবং গ্রেড অনুযায়ী পাইলটদের মোট বেতন ২০২০ সালের এপ্রিল হতে ২৫ থেকে ৫০ শতাংশ কমানো হয়েছে। সর্বশেষ গত মার্চ থেকে তা কমিয়ে ১৫ থেকে ৪০ শতাংশ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরিচালকদের ক্ষেত্রে ২০২০ সালের এপ্রিলে ২৫ শতাংশ হারে কর্তন করা হয়। আর চলতি বছরের মার্চ থেকে কমিয়ে ১৫ শতাংশ হারে কর্তন করা হচ্ছে।' 

সরকারদলীয় সাংসদ এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী জানান, করোনা পরিস্থিতিতেও বাংলাদেশের সবগুলো অভ্যন্তরীণ রুটেই বর্তমানে তিনটি দেশি বিমান সংস্থার ফ্লাইট পরিচালিত হচ্ছে। সংস্থাগুলো হলো বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস বাংলা ও নভোএয়ার।

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০০৮ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন