হোম > জাতীয়

করোনায় বিমানের কর্মীদের বেতন কমানো হয়েছে, সংসদে বিমান প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: করোনা পরিস্থিতিতে বাংলাদেশ এয়ারলাইনেসর কর্মকর্তা ও কর্মচারীদের বেতন কমানো হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিচালক, পাইলট ও অন্যদের ক্ষেত্রে গ্রেড অনুযায়ী বেতন কর্তন করা হচ্ছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদে লক্ষ্মীপুর-১ আসনের সরকারদলীয় সাংসদ আনোয়ার হোসেন খানের প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এসব কথা বলেন। 

মাহবুব আলী বলেন, 'করোনা পরিস্থিতি মোকাবিলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনেসর কর্মকর্তা ও কর্মচারীদের বেতন কাটা হয়েছে। ২০২০ সালের এপ্রিল মাস থেকে পাইলট ব্যতীত প্লে গ্রুপ অনুযায়ী ১০ থেকে ২৫ শতাংশ হারে বেতন কাটা হয়েছে। পরে তা কমিয়ে চলতি বছরের মার্চে ১০ শতাংশ থেকে ১৫ শতাংশ করা হয়।

মাহবুব আলী আরও বলেন, 'বিমানের উড্ডয়ন ঘণ্টা এবং গ্রেড অনুযায়ী পাইলটদের মোট বেতন ২০২০ সালের এপ্রিল হতে ২৫ থেকে ৫০ শতাংশ কমানো হয়েছে। সর্বশেষ গত মার্চ থেকে তা কমিয়ে ১৫ থেকে ৪০ শতাংশ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরিচালকদের ক্ষেত্রে ২০২০ সালের এপ্রিলে ২৫ শতাংশ হারে কর্তন করা হয়। আর চলতি বছরের মার্চ থেকে কমিয়ে ১৫ শতাংশ হারে কর্তন করা হচ্ছে।' 

সরকারদলীয় সাংসদ এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী জানান, করোনা পরিস্থিতিতেও বাংলাদেশের সবগুলো অভ্যন্তরীণ রুটেই বর্তমানে তিনটি দেশি বিমান সংস্থার ফ্লাইট পরিচালিত হচ্ছে। সংস্থাগুলো হলো বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস বাংলা ও নভোএয়ার।

সরকারি কর্মচারীদের বেতন বাড়বে ১০৫ থেকে ১৪২%

প্রতীক নিয়ে মাঠে প্রার্থীরা, জমবে এবার কথার লড়াই

গুম থাকার সময়ের লোমহর্ষক বর্ণনা দিলেন ব্যারিস্টার আরমান

মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও কোটায় বিসিএস, ২১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

জয় বাংলা ব্রিগেড: হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আরও শুনানি ৯ ফেব্রুয়ারি

সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াই গুণ, সর্বনিম্ন ২০ হাজার টাকা

নির্বাচন সামনে রেখে আজ থেকে পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি ফাইনাল: প্রধান উপদেষ্টা

মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী আবুল কালাম আজাদকে আপিলের নথি সরবরাহের নির্দেশ ট্রাইব্যুনালের

ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে কোটি টাকা, জীবিকা নির্বাহে আরও ১ কোটি দেবে সরকার