হোম > জাতীয়

রূপপুর পরমাণু কেন্দ্রের পণ্য খালাস না করেই ফিরে গেল রাশিয়ার জাহাজ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জাম বহনকারী রাশিয়ার জাহাজ ‘উরসা মেজর’ শেষ পর্যন্ত ভারতের বন্দরেও মালামাল খালাস করতে পারল না। জাহাজটির ওপর মার্কিন নিষেধাজ্ঞা থাকায় এর আগেই জাহাজটিকে বাংলাদেশের জলসীমায় ঢুকতে দেয়নি সরকার। কাছাকাছি ভারতের হলদিয়া বন্দরে সরঞ্জাম নামিয়ে সড়কপথে বাংলাদেশে পাঠাতে চেয়েছিল বিদ্যুৎকেন্দ্রের রাশিয়ান ঠিকাদার।

ভারত সরকার এতে রাজি না হওয়ায় ১৪ দিন দেশটির উপকূলে অপেক্ষার পর জাহাজটি আবার রাশিয়ায় ফিরে গেছে বলে আজ বৃহস্পতিবার কূটনীতিকেরা জানিয়েছেন।

রূপপুরের সরঞ্জাম নিয়ে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে গত ১৪ নভেম্বর বাংলাদেশের মোংলা বন্দরের দিকে যাত্রা করে ‘উরসা মেজর’। ‘স্পার্টা-৩’ নামের জাহাজটির ওপর মার্কিন নিষেধাজ্ঞা আছে এবং এই জাহাজটিই নাম ও রং বদলে ‘উরসা মেজর’ হিসেবে চলছে, এমন তথ্য ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশ সরকারের নজরে আনে। এরপর জাহাজটিকে দেশের সমুদ্রসীমায় প্রবেশ করতে দিতে অস্বীকৃতি জানায় সরকার।

মার্কিন নিষেধাজ্ঞা মেনে জাহাজটিকে ভিড়তে না দিলে ‘বাংলাদেশের সঙ্গে রাশিয়ার সম্পর্কে প্রভাব পড়বে’ এমন হুমকি দেওয়া হয়েছিল দেশটির পক্ষ থেকে। তবে সরকার শেষ পর্যন্ত রুশ হুমকি অগ্রাহ্য করে জাহাজটিকে বন্দরে ভিড়তে না দেওয়ার সিদ্ধান্তে অটল থেকেছে বলে জানিয়েছে কূটনৈতিক সূত্রগুলো। 

জাহাজটিকে ভারতে ভিড়িয়ে সড়কপথে রূপপুরের সরঞ্জাম বাংলাদেশে আনার বিষয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী গত ২৯ ডিসেম্বর ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক করেন।

নিষেধাজ্ঞায় থাকা জাহাজটি নিজেদের বন্দরে ভিড়লে ভারতের আপত্তি থাকবে না, এমন তথ্য ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে জানায় দেশটির কয়েকটি সংবাদমাধ্যম। পরে ভারত এই অবস্থান থেকে সরে আসে বলে জানিয়েছে কূটনৈতিক সূত্রগুলো।

নিষেধাজ্ঞা নেই এমন জাহাজে এর আগেও রূপপুরের সরঞ্জাম এসেছে। সেসব জাহাজের যে কোনোটিতে বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জাম পাঠাতে রাশিয়াকে বলা হয়েছে বলে কূটনীতিকেরা জানিয়েছেন।

জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র যেসব জাহাজের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে, এমন প্রায় ৯০টি দেশের একটি তালিকা নৌপরিবহন মন্ত্রণালয়কে দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিদেশ থেকে জাহাজ আসার অনুমোদন দেওয়ার আগে ওই তালিকার সঙ্গে মিলিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।

সরকারি কর্মচারীদের বেতন বাড়বে ১০৫ থেকে ১৪২%

প্রতীক নিয়ে মাঠে প্রার্থীরা, জমবে এবার কথার লড়াই

গুম থাকার সময়ের লোমহর্ষক বর্ণনা দিলেন ব্যারিস্টার আরমান

মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও কোটায় বিসিএস, ২১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

জয় বাংলা ব্রিগেড: হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আরও শুনানি ৯ ফেব্রুয়ারি

সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াই গুণ, সর্বনিম্ন ২০ হাজার টাকা

নির্বাচন সামনে রেখে আজ থেকে পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি ফাইনাল: প্রধান উপদেষ্টা

মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী আবুল কালাম আজাদকে আপিলের নথি সরবরাহের নির্দেশ ট্রাইব্যুনালের

ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে কোটি টাকা, জীবিকা নির্বাহে আরও ১ কোটি দেবে সরকার